ভারতে এই প্রথমবার, কেরলের একটি হাসপাতালে এক জন রোগীর পুরো হাত প্রতিস্থাপনে সফল হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা চলে এই বিরল অস্ত্রোপচার। ২০ জন শল্যচিকিৎসক ও ১০ জন অ্যানাসথেসিস্টের সাহায্যে হাত ফিরে পেলেন অমরেশ নামের এক যুবক।
জানা গিয়েছে, বছর পাঁচেক আগে বিদ্যুতিক দুর্ঘটনায় গুরুতর আহত হন অমরেশ। এই দুর্ঘটনায় তিনি দুটি হাত হারিয়ে ফেলেন। হাত দুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে চিকিৎসকরা তাঁর ডান হাত কনুইয়ের কাছ থেকে ও বাম হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি হাত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। দীর্ঘ দিন ধরে দাতার খোঁজ করছিলেন। কিন্তু উপযুক্ত দাতাকে খুঁজে পাচ্ছিলেন না। এই ভাবে কেটে যায় কয়েক বছর।
জানা গিয়েছে, বছর পাঁচেক আগে বিদ্যুতিক দুর্ঘটনায় গুরুতর আহত হন অমরেশ। এই দুর্ঘটনায় তিনি দুটি হাত হারিয়ে ফেলেন। হাত দুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে চিকিৎসকরা তাঁর ডান হাত কনুইয়ের কাছ থেকে ও বাম হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি হাত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। দীর্ঘ দিন ধরে দাতার খোঁজ করছিলেন। কিন্তু উপযুক্ত দাতাকে খুঁজে পাচ্ছিলেন না। এই ভাবে কেটে যায় কয়েক বছর।
অবশেষে তিরুঅনন্তপুরমে মৃত বিনোদ নামের এক প্রৌঢ়ের বাড়ির লোক তাঁর অঙ্গ দান করতে সম্মত হন। জানা যায়, বিনোদ নামের ওই ব্যাক্তির বয়স ৫৪ বছর। একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। অঙ্গ দাতার খোঁজ পাওয়ার পরেই কেরলের অমৃতা হাসপাতালের চিকিৎসকরা মৃতের দেহ থেকে হাত নিয়ে তা অমরেশের দেহে বসানোর পরিকল্পনা করেন। কিন্তু সহজ ছিল না এই অস্ত্রোপচার। কারণ বিদ্যুতিক দুর্ঘটনায় হাতের পাশাপাশি অমরেশের স্নায়ুও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন:
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা: আরও ৯২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
যোগা-প্রাণায়াম: ডায়াবেটিসে ভুগছেন? শরীরে বাড়ছে মেদ? সূর্যপ্রণামেই মিলতে পারে মুক্তি
চিকিৎসকদের কথায়, অমরেশের কাঁধ থেকে বাদ যাওয়া হাতের জায়গায় নতুন হাত বসানো বেশ কঠিন ছিল। এই সফল অস্ত্রপ্রচারে অমরেশকে নতুন হাত দিতে পেরে খুশি চিকিৎসকরাও। তবে চিকিৎসকদের পরামর্শ, রোজ পাঁচ ঘণ্টা করে অন্তত ১৮ মাস ফিজিয়োথেরাপি করাতে হবে। কোনও ভারী কাজ করা নিষেধ। পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে কিছু দিন বাদেই নতুন হাত দিয়ে ভাত খাওয়া, দাঁত মাজার মতো হালকা কাজ করতে পারবেন অমরেশ।