শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ক্রমশ চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ১৬ জন। সংক্রমণের হারে গত ৬ মাসে এটাই সর্বোচ্চ ছিল। বৃহস্পতিবার করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫ জন। সংক্রমণের হার অনুযায়ী দেশের প্রথম তিনটি রাজ্য হল দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ।
বুধবার দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩০০ জন। বৃহস্পতিবার সংখ্যাটি আরও বেড়েছে। সেই সঙ্গে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে করোনায়। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কোভিড পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসতে চলেছেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। তিনি জানান, দিল্লিতে কোভিডের আর নতুন করে কোনও রূপের সন্ধান পাওয়া যায়নি। মূলত এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হচ্ছে।
আরও পড়ুন:

ইনদওরে মন্দিরের কুয়ো ভাঙার ঘটনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫! আহত বহু, এখনও চলছে উদ্ধারকাজ

বিধানে বেদ-আয়ুর্বেদ: আধুনিক আয়ুর্বেদ চিকিৎসায় সায়াটিকার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব

মহারাষ্ট্রে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৭০০ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৯৪। মহারাষ্ট্রে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০০। রাজ্যের দু’টি জেলা সোলাপুর এবং সাঙলি চিন্তা বাড়াচ্ছে। এই দুই রাজ্যে সংক্রমণের হার বেশি।
আরও পড়ুন:

শেষে কিনা চটি শুঁকে খাচ্ছেন কেন করিনা? অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক সকলে

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

উত্তরপ্রদেশ সরকার বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশে গাজিয়াবাদ, বুদ্ধনগর, লখিমপুর খেরির মতো জেলাগুলিতে সংক্রমণের হার বেশি। কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে, কোভিড পরীক্ষা বৃদ্ধির উপরে জোর দিতে বলেছে।

Skip to content