ছবি: প্রতীকী।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা এক দিনে ২০ শতাংশ বৃদ্ধি পেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৫৯১ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন করোনা আক্রান্তের। এর মধ্যে দিল্লিতে ৬ জন, মহারাষ্ট্রে ৪ জন এবং উত্তরপ্রদেশে ৪ জন মারা গিয়েছেন।
এই মুহূর্তে দেশে মোট সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,২৮৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৯৯২ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন, ৪ কোটি ৪২ লক্ষ ৬১ হাজার ৪৭৬ জন।
আরও পড়ুন:
ডায়েট ফটাফট: ডাবের জলের এই গুণগুলির কথা জানতেন?
অ্যালার্জির সমস্যায় জেরবার? এই পাঁচটি খাবারে লুকিয়ে আছে সমাধান
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বলছে, দেশে গতকাল বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৫৪২ জন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ১২,৫৯১। মঙ্গলবার আক্রান্তের অনেকটাই কম ছিল। সব মিলিয়ে ক্রমশ করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আবার করোনা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?
কলকাতায় ১৩ মে সলমনের শো, ভাইজান ছাড়া আর কারা থাকছেন? টিকিটের মূল্য কত?
তবে চিকিৎসকদের কথায়, এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। তাঁরা কোভিড বিধি মেনে চলার এবং বুস্টার টিকা নেওয়ারও পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের অনুমান, ওমিক্রন রূপের এক্সবিবি.১.১৬ উপরূপের জন্যই নতুন করে করোনা চোখ রাঙাতে শুরু করেছে।