রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শনিবারের তুলনায় কমল কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮১৪। কিছু দিন ধরে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সতর্ক করা হয়েছিল বেশ কয়েকটি রাজ্যকে। অন্যদিক, সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে হরিয়ানা, কেরল, পুদুচেরি জনসমক্ষে মাস্ক বাধ্যতামূলক করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৫৫। রবিবার তার থেকে একটু কমেছে। যদিও মোট দৈনিক সংক্রামিতের সংখ্যা বেড়েছে। গতকাল শনিবার দেশে মোট দৈনিক সংক্রামিত রোগীর সংখ্যা ছিল ৩১ হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার ৬১৬ জন।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬: পঞ্চম-সভার তিন রত্ন বাসু-মনোহারী-মারুতি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫০: ‘ফিশ পাস’ পুরোদমে চালু হলে ইলিশের প্রজনন বাধাহীনভাবে সম্ভবপর হবে

কোভিড নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যগুলি কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত, সে সব নিয়ে আলোচনা হয় বৈঠকে। কোভিড মোকাবিলায় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তা জানতে সোমবার এবং মঙ্গলবার হবে মহড়া।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে আশ্বাস দিয়েছেন, দেশ কোভিড মোকাবিলায় প্রস্তুত। নির্দিষ্ট সময় অন্তর প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এ সবের পরেও কোভিডের চতুর্থ ঢেউ রুখতে সতর্ক হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:

বশ মানছে না ভুঁড়ি? রইল পাঁচটি সহজ টোটকা

যোগা-প্রাণায়াম: বাহু ও পিঠে বেশ ফ্যাট জমছে? ছিপছিপে থাকতে নিয়মিত যোগাভ্যাস করুন

হরিয়ানা সরকার জানিয়ে দিয়েছে, জনসমক্ষে মাস্ক পরতেই হবে। মেনে চলতে হবে কোভিড বিধিও। কেরল সরকারও সন্তানসম্ভবা মহিলা, প্রবীণ এবং অন্য অসুখ রয়েছে এমন নাগরিকদের মাস্ক প্রা বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত থাকে, তা স্বাস্থ্য দফতরকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেরল সরকার।

পুদুচেরি সরকারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। হোটেল, হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্তরাঁ, বিনোদন ক্ষেত্র, মদের দোকান, সরকারি দফতর সর্বত্র মাস্ক পরা বাধ্যতামূলক। এদিকে দিল্লি সরকারও হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নির্দেশ দিয়েছে কোভিড পরীক্ষা বৃদ্ধি করতে।

Skip to content