বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

দেশে ক্রমশ কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এটা অতিমারির নতুন কোনও ঢেউ নয়, ওমিক্রনের জন্যে দেশে যে তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল, তারই অংশ। কোভিড সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে।
এ প্রসঙ্গে কমিটির প্রধান জানিয়েছেন, আশঙ্কার কোনও প্রয়োজন নেই। কেন্দ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সংক্রমণ এবং সংক্রমণের হার বাড়ছে ঠিকই। তবে তা নিয়ে চিন্তা চিন্তিত হওয়ার দরকার নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রধান। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের কোভিড সংক্রান্ত গোষ্ঠীর চেয়ারম্যান এনকে অরোরা আরও বলেন, যে হেতু হাসপাতালে ভর্তি হওয়ার হার উল্লেখযোগ্য বাড়েনি, তাই এখনই চিন্তার কারণ নেই।
আরও পড়ুন:

সলমনকে ৩০ এপ্রিল খুন করা হবে! হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ধৃত কিশোর

দাম্পত্য কলহ থেকে আর্থিক টানাটানি—মুক্তির পথ দেখাবে কালো তিল, আজই কিনুন, জানুন এইসব নিয়ম

অরোরা-র বক্তব্য, ‘‘এই মুহূর্তে সংক্রমণের মাত্রা কম। রোগীরা ৪ থেকে ৫ দিনে সুস্থ হয়ে উঠছেন। ঝুঁকির সম্ভাবনা কম।” অরোরা মনে করছেন, কোভিড সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়ার লহুব একটা প্রয়োজন হচ্ছে না। মৃত্যুর হারও কম। তাই এখনই ভয়ের কিছু নিই।

তিনি জানান, ‘‘মূলত প্রবীণ এবং অন্যান্য শারীরিক অসুস্থাতা রয়েছে, এমনদেরই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর তাঁদের মধ্যেই মৃত্যুর হার বেশি। কোভিড সংক্রমণে কেউ গুরুতর অসুস্থ হচ্ছেন না। আপাতত সংক্রমণের হার কিছু দিন বেশিই থাকবে।’’
আরও পড়ুন:

রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম ২০২৪-এর শিক্ষাবর্ষ থেকেই, প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের

দশভুজা: ‘পুরুষ মানুষের কাজে হাত দিলে এমনই হবে, মহিলাদের এসব সাজে না’

অরোরা জানিয়েছেন, মূলত ওমিক্রনের উপরূপ এক্সবিবি.১.১৬-এর জন্যই কোভিড সংক্রমণ বাড়ছে। শেষ ১৫ মাসে করোনাভাইরাস ৪৫০ বার মিউটেশন ঘটেছে। তাই টিকার বুস্টার ডোজে জোর দেওয়া হচ্ছে। তাঁর কথায়, এখন পর্যন্ত ২৭ থেকে ২৮ শতাংশ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। শীঘ্র বুস্টার ডোজ নেওয়ার জন্য প্রবীণদের অনুরোধ করেছেন অরোরা। তাঁর মতে, কোভিডে গত তিন বছরে শিশুরা খুব একটা সংক্রমিত হননি। আর হলেও উপসর্গ ছিল সামান্যই। দেশে এখন টিকা দেওয়া হচ্ছে ১২ বছরের বেশি বয়সিদেরই। অরোরা বলেন, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সি ৯০ শতাংশই টিকা পেয়েছে।

Skip to content