
ছবি: প্রতীকী। সংগৃহীত।
সম্প্রতি ‘জার্নাল অফ ডেন্টাল রিসার্চ’-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যাঁরা রোজ দিন মদ্যপান বা ধূমপান করেন তাঁদের মুখের লালার উৎপাদন কম হয়। এর জেরেও কারও কারও গলা শুকিয়ে যেতে পারে। তবে ঘন ঘন গলা শুকিয়ে গেলে কিছু খাবারদাবার নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে সমস্যা বাড়বে।
নোনতা জাতীয় খাবার

এলাহাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রার্থী অভিষেক বচ্চন? কোন দলের হয়ে লড়তে পারেন অমিতাভ পুত্র?

এক লিটার পেট্রলে গাড়ি ছুটবে ১০০ কিমি! যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেও রহস্যজনক ভাবে উধাও হন বিজ্ঞানী ওগলে
টক জাতীয় খাবার

পর্দার আড়ালে, পর্ব-৩৬: কানন দেবী বললেন, ‘মনটা বড্ড খারাপ ছিল, অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি’, ও প্রান্ত থেকে উত্তর এল ‘আমারও’
