রাস্তায় তীব্র যানজটে আটকে চিকিৎসক। অন্যদিকে অপারেশন থিয়েটারে তাঁর অপেক্ষায় রয়েছেন রোগী। অবশেষে উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে ৩ কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক। এই উদার মানবিকতার পরিচয় দিয়েছেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত চিকিৎসক গোবিন্দ নন্দকুমার।
গত ৩০ অগস্ট হাসপাতালের উদ্দেশে ওই চিকিৎসক রওনা দিয়েছিলেন। কিন্তু প্রবল বৃষ্টি এবং জল জমার কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। তাঁর গাড়িটি সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে যায়। এদিকে হাসপাতালে অপারেশন থিয়েটারে অনেকেই তাঁর অপেক্ষা করছেন। সেদিন ওই চিকিৎসকের গলব্লাডার অস্ত্রোপচার করার কথা ছিল। এদিকে যানজট ছাড়ার কোনও লক্ষণ না দেখে আর সময় নষ্ট না করে তিনি গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন। প্রায় ৪৫ মিনিট দৌড়ে অবশেষে হাসপাতালে পৌঁছলেন তিনি। রোগীদের কথা ভেবে তাঁর এমন কাজে মোহিত সকলেই।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-২: এক ছবিতে অনেক ‘কামনা’ [০৪/০৩/১৯৪৯]
নিম্নচাপের জেরে ভিজল শহর, সোমবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ওই চিকিৎসকের কথায় ‘যখন যানজটে আটকে পড়েছিলাম তখন এক জন রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষায় ছিলেন। শুধু এই একজন রোগীই নন, তারপর আরও কয়েকজনের অস্ত্রোপচার করার কথা ছিল তাঁর। তাই আমাকে মণিপাল হাসপাতালে যে করেই হোক পৌঁছতে হতো। প্রবল বৃষ্টি ও জমা জলের জেরে প্রায় ৩ কিমি রাস্তায় যানজট ছিল। তাই সময় নষ্ট করতে চাইনি। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে তাঁরা আরও অপেক্ষায় থাকুন, তা চাইনি। সে কারণেই গাড়ি থেকে নেমে দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। অবশেষে প্রায় ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছতে পেরেছি।’