শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা। এক ধাক্কায় করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০,১৫৮ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। এখন দেশে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা ৪৪,৯৯৮ জন।
কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত মোট ৯২.৩৪ কোটি মানুষের কোভিড পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২,২৯,৯৫৮ জনের পরীক্ষা করা হয়েছে। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪.৪২ শতাংশ। এই মুহূর্তে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.১ শতাংশ।

গতকাল বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৮৩০ জন। বৃহস্পতিবার তা এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে উঠে গিয়েছে। স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের রক্তচাপ বাড়ছে।
আরও পড়ুন:

প্রবল তাপে পুড়বে কলকাতা! বৃহস্পতিবার শহরের তাপমাত্রার পারদ কতটা চড়বে? কমলা সতর্কতা জারি হাওয়া দফতরের

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোন কারণ নেই। আগামী আট থেকে দশ দিনে দেশ জুড়ে ধাপে ধাপে সংক্রমণ বাড়ছে ঠিকই, তবে তা আবার কমতেও শুরু করবে। এদিকে স্বাস্থ্যকর্তাদেরও দাবি, আগামী মাসের গোড়া থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
আরও পড়ুন:

খেয়ালি ঋতুর ফাঁদে সর্দি-কাশি-জ্বর? সুস্থ থাকতে এগুলি মেনে চলুন

ইউজিসি নেটের রেজাল্ট প্রকাশিত হবে বৃহস্পতিবারই, জানিয়ে দিলেন ইউজিসি সভাপতি

বিশেষজ্ঞদের একাংশের দাবি, করোনা আর অতিমারির পর্যায়ে নেই। যদিও চিকিৎসকেরা মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে বিশেষভাবে নজর দিতে বলেছেন। চিকিৎসকদের কথায়, কোনও ভাবেই অসাবধান হওয়া উচিত নয়।

Skip to content