বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কিছুটা স্বস্তির খবর। দেশে শনিবারের থেকে রবিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ হাজার ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার দৈনিক আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ১৯৩ জন। যদিও দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার দেশে মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮০৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৯ হাজার ৮৩৩ জন সুস্থ হয়েছেন। দিল্লি সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। শনিবার রাজধানীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। সেখানে সংক্রমণের হার ২৬.৪৬ শতাংশ। রাজধানী দিল্লিতে করোনায় ছ’জনের মৃত্যু হয়েছে। শনিবার মহারাষ্ট্রে নতুন করে ৮৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার জনের।
আরও পড়ুন:

দক্ষিণে বৃষ্টি চলবে তিন দিন, উত্তরে শিলাবৃষ্টির পূর্বাভাস, তার পরেই কি ফের তাপমাত্রা বড়বে!

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

শুক্রবার কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, কেরল, হরিয়ানা, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র— এই আট রাজ্যকে কোভিড নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল। পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। এই আট রাজ্যকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সতর্ক থাকার অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছিলেন, এখনও করোনা পরিস্থিতি অতীত হয়ে যায়নি। সে-কারণে কোভিড বিধি মেনে চলা প্রয়োজন।

Skip to content