শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে ধীরে ধীরে বাড়ছে করোনা রোগীদের মৃত্যুর হারও। দেশের আটটি রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮০০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, আক্রান্তদের অনেকেরই নমুনা পরীক্ষায় করোনার ওমিক্রন উপরূপের সন্ধান মিলেছে। ২০২১ সালে এর প্রভাবেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছিল দেশে।
বুধবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রক এ নিয়ে তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৮৩০ জন। ২২৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। গত বছর ১ সেপ্টেম্বর এই সংখ্যাটি ছিল ৭৪৯৬। যদিও সে সময় সংক্রমণের হার পড়তির দিকে ছিল। এখন আবার তা উর্ধ্বমুখী।
আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-১২: পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে

মহাকাব্যের কথকতা, পর্ব-৬: রামচন্দ্রের আবির্ভাব ও বসুন্ধরাকন্যা সীতার অনুষঙ্গ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। বুধবার সকাল পর্যন্ত সংখ্যাটি ছিল ৪০ হাজার ২১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৫৬৭৬ জন। আর তার পরের ২৪ ঘণ্টায় সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

টানা দু’দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে বারাসত-হাসনাবাদ শাখায়, জানিয়ে দিল পূর্ব রেল, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

মাথায় হয়েছে ৭০টা সেলাই, শুধু মৃত্যুটাই বাকি! বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেলের পোস্ট ঘিরে জোর জল্পনা

বুধবারের হিসাব বলছে, সবথেকে বেশি করোনা সংক্রমিত রাজ্য হল কেরল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮৮১ জন। এর পরেই দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৯৮০। মহারাষ্ট্রে এক দিনে ৯১৯ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে গত এক দিনে সংখ্যাটি ৫৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে—দিল্লি, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে ২ জন করে এবং মহারাষ্ট্র, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং তামিল নাড়ুতে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে এই পর্বে ওমিক্রন চিন্তায় ফেলেছে। এই উপরূপের সন্ধান মিলেছে ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৩৪ জন রোগীর নমুনায়।

Skip to content