শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। করোনার এই বাড়বাড়ন্তের জন্য উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানীতে ৯৮০টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ নিয়ে গত দু’সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার পেরিয়ে গেল। গত ১২ দিনে দিল্লিতে ১৫ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে!
মঙ্গলবার দিল্লিতে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৮ শতাংশে। সোমবার দিল্লিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৪৮৪। সংক্রমণের হার ছিল ২৮.৫৮ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ! মঙ্গলবার দিল্লিতে সংক্রমণের হার গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন:

মাথায় হয়েছে ৭০টা সেলাই, শুধু মৃত্যুটাই বাকি! বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেলের পোস্ট ঘিরে জোর জল্পনা

টানা দু’দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে বারাসত-হাসনাবাদ শাখায়, জানিয়ে দিল পূর্ব রেল, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহে দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০ গুণ! দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস) নতুন আক্রান্তদের (আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর) এমনটাই জানিয়েছে ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত বলে জানিয়েছে।

Skip to content