রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ওষুধের পাতায় থাকা এই লাল রঙের দাগের অর্থ কী? ছবি: সংগৃহীত।

সাধারণত আমরা যখন দোকান থেকে ওষুধ কিনি তখন তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে কি না, ভালো করে দেখে নিই। কেউ কেউ আবার ওষুধের ‘কম্পোজিশন’ও দেখেন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, অনেক ওষুধের পাতায় লাল রঙের একটি লম্বা দাগ দেওয়া থাকে? এই বিশেষ লাল রঙের সঙ্কেতের অর্থই কী?
এখনকার প্রবণতা হল—অনেকেই সামান্য কাটা-ছেঁড়া, জ্বর-সর্দিতে ভুগলেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন। সমস্য হল, মূলত সচেতনতার অভাবের জন্যই দোকান থেকে ওষুধ কেনার সময়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহু মানুষ খেয়াল করেন না। বেশ কিছু ওষুধের পাতার পিছনে থাকে লাল রঙের একটি বিশেষ চিহ্ন। এর অর্থ হল—চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ খাওয়া যায় না। কারণ, ওষুধের ডোজ কম বা বেশি হলেই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন:

ধীরে ধীরে মুখে রোমের আধিক্য বেড়েছে? পিসিওএস-এ আক্রান্ত নন তো? বুঝবেন কী করে?

পর্দার আড়ালে, পর্ব-৪৮: পুরীতে ‘নির্জন সৈকতে’র শুটিংয়ে একসঙ্গে চার চারটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ছায়া দেবী

স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষকে সচেতন করতে এবং ওষুধের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতেই রবিবার বিশেষ একটি নির্দেশিকা জারি করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ যাতে কোনও দোকান বিক্রি করতে না পার। স্বাস্থ্য মন্ত্রকের ‘এক্স’ হ্যান্ডল-এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। তাতে দোকান থেকে ওষুধ কেনার সময় মেয়াদ দেখার সঙ্গে পাতার উপর ওই লাল রঙ্গে বিশেষ চিহ্নটি রয়েছে কি না, তা দেখে নিতে অনুরোধ করা হয়েছে ওই নির্দেশিকায়।

Skip to content