![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Drink-Water.jpg)
ছবি: প্রতীকী। সংগৃহীত।
এখন গরমে জল তেষ্টাতে প্রাণ প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। বেড়ে যায় সারা দিনে জল খাওয়ার পরিমাণও। কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, অতিরিক্ত জলপানে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। এমনকি, কোনও কোনও ক্ষেত্রে ঝুঁকির কারণও হয়ে দাঁড়ায়। কতটা জলপান করবেন প্রতি দিন?
শরীর ঠিক করে কাজ করার জন্য জল অতি প্রয়োজনীয়। এতে শরীরের জমা দূষিত পদার্থ মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এ জন্য যত ঘনঘন জলপান করা যায়, ততই শরীর পরিষ্কার হয়। কিন্তু অতিরিক্ত জল খেয়ে ফেললে কী হবে?
শরীর ঠিক করে কাজ করার জন্য জল অতি প্রয়োজনীয়। এতে শরীরের জমা দূষিত পদার্থ মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এ জন্য যত ঘনঘন জলপান করা যায়, ততই শরীর পরিষ্কার হয়। কিন্তু অতিরিক্ত জল খেয়ে ফেললে কী হবে?
কিডনিতে চাপ
সোডিয়ামের ঘাটতি
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Salman-Khan-1.jpg)
পাশ কাটিয়ে এগিয়ে চললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ‘অপমানিত’ সলমন শেষমেশ কী করলেন?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/08/colour-of-life.jpg)
বাস্তুবিজ্ঞান, পর্ব-২৩: উদ্যোগী পুরুষের পছন্দের রং নীল, জানতেন? কী বলছে বাস্তুশাস্ত্র?
মস্তিষ্কে প্রভাব