দেশে করোনার পর এখন নতুন আতঙ্কের নাম ‘টম্যাটো ফ্লু’। কেরলে এখনও ৮০ জন শিশু এই রোগে আক্রান্ত। সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তর পুরো রাজ্যে বিশেষ সতর্কতা জারি করেছে। কোল্লাম সহ বেশ কয়েকটি জেলাতে এই রোগীর সন্ধান মিলেছে। কারও জ্বর হলেই পরীক্ষা করে দেখা হচ্ছে। বাড়তি সতর্কতার জন্য কেরল এবং তামিলনাড়ুর সীমানায় নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে যাতায়াতকারীদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।