রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বৃহস্পতিবার কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকালে এক এক মহিলার মৃত্যু হয়। এদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাওড়াতেও একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশু বুধবার গভীর রাতে কলকাতার মেডিক্যাল কলেজে মারা যায়।
যোধপুর পার্কের ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মৌমিতা মুখোপাধ্যায়। ৪০ বছর বয়েস। মৌমিতার বাড়ি গডরফার কায়স্থপাড়ায়। পরিবার সূত্রে খবর, মৌমিতা প্রবল জ্বরে ভুগছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দেখেন, মৌমিতা ডেঙ্গিতে আক্রান্ত। এর পর ওই মহিলা বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন এবং কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

শিশুকে সর্বদা সুস্থ রাখতে এগুলি মেনে চলেন?

ডাক্তারবাবুর পরামর্শ মেনে চললে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা করা সম্ভব

এদিকে, মেডিক্যাল কলেজে বুধবার গভীর রাতে ডেঙ্গি আক্রান্ত যে শিশুটির মৃত্যু হয়েছে, তার বাড়ি হাওড়ায় বেলুড়ের জয় বিবি রোডে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে গত ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসেও জল জমেছিল। ডায়ালিসিসও হয়। উল্লেখ্য, কয়েক দিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেলুড়ের এক যুবকেরও মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্তের মোট সংখ্যা ৪০১ জন। ডেঙ্গি আক্রান্ত মোট ৩১৫ জন রোগী বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়ে বেশি সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল জানিয়েছেন, ‘‘চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত হাওড়ায় ১,১৫১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। চার জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে মশা দমনে ভেক্টর কন্ট্রোল টিম কাজ করে চলেছে। ডেঙ্গিকে প্রতিরোধে মানুষকে আরও সচেতন হতে হবে।’’

Skip to content