রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। এই সপ্তাহে বাংলায় মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪,৭৪৪ জন। এক সপ্তাহ আগে সংখ্যাতই ছিল ৪,২২৪ জন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বুধবারের চেয়ে কিছুটা কম। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৬৩৫ জন আক্রান্ত হয়েছেন। বুধবার সংখ্যাটি ছিল ৯১২ জন। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি! এর মধ্যে উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গি আক্রান্ত হাজারের গণ্ডি ছাড়িয়েছে। যদিও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের থেকে ২ শতাংশ কমে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের হার।
আরও পড়ুন:

আমার সেরা ছবি: বাপের বাড়ি যাওয়ার তাড়া…

পুজোর দিনে ভোজনরসিক বাঙালির পাতে থাক সুস্বাদু চিংড়ি পোলাও

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ০৪ জন ডেঙ্গি আক্রান্ত সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গি আক্রান্তের সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা জেলায়। ১,০১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন গত সাত দিনে। কলকাতায় ৬২১ জন আক্রান্ত হয়েছেন এক সপ্তাহের মধ্যে। হাওড়া এই সংখ্যাটি হল ৫৫৯ জন। ৬৮৭ জন
আক্রান্ত হুগলিতে। জলপাইগুড়ি এবং দার্জিলিঙে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩১৪ এবং ৩১২ জন। জলপাইগুড়িতে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২০০-এর মধ্যে।

Skip to content