![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/Tomato-flu.jpg)
ছবি প্রতীকী
কারা আক্রান্ত হতে পারে
অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে?
টম্যাটো ফ্লু-এর উপসর্গ
চিকিৎসা ও সতর্কতা
তবে একটি জরুরি কথা হল, উপসর্গগুলি দেখা দিলেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। সংক্রমিতকে পাঁচ থেকে সাত দিন একটি আলাদা ঘরে রাখার ব্যবস্থা করতে হবে। তবে আগেই বলেছি অযথা আতঙ্কিত হবেন না। এটি রোগ বড়দের হয় না। বাচ্চাদেরই শুধু হয়ে থাকে। তাই এই রোগে আক্রান্ত হলে বাচ্চাকে পাঁচ থেকে সাত দিন বাড়ির মধ্যেই আলাদা করে রাখুন। যাতে সে অন্য বাচ্চাদের সঙ্গে না মিশতে পারে। খেয়াল রাখতে হবে গায়ে তৈরি হওয়া ফোসকাগুলি যাতে ফেটে না যায়। শিশুর ব্যবহৃত কোনও কিছুই যেন অন্য কেউ ব্যবহার না করে সেদিকেও নজর দিতে হবে। করোনার মতো এক্ষেত্রেও পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
যোগাযোগ: ৯৮৩১৬৭১৫২৫