ছবি প্রতীকী
হিট স্ট্রোক
হিট স্ট্রোক এড়াতে হলে চেষ্টা করবেন সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে না বেরোতে৷ একান্ত বেরোতে হলে অতি অবশ্যই ছাতা ব্যবহার করবেন৷ অতি ঢিলেঢালা জামাকাপড় পরুন৷ সানগ্লাস ব্যবহার করতে পারেন৷ একটানা অনেকক্ষণ রোদের মধ্যে হাঁটবেন না, মাঝখানে একটু বিশ্রাম নিন৷ সব সময় ইলেকট্রলের বা ওআরএসের জল সঙ্গে রাখবেন৷ অল্প অল্প করে বারবার জল খাবেন৷ হঠাৎ করে যদি কেউ অজ্ঞান হয়ে যান, সঙ্গে অত্যধিক জ্বর থাকে তাহলে সময় নষ্ট না করে তাঁকে দ্রুত নিকটবর্তী কোনও হসপিটালে নিয়ে যেতে হবে। প্রথমে রোগীর জামাকাপড় খুলে দিয়ে ভিজে তোয়ালে দিয়ে ভালো করে জড়িয়ে দিতে হবে। স্ট্যান্ড ফ্যান থাকলে চালিয়ে দিতে হবে। সময়মতো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করলে হিট স্ট্রোক সম্পূর্ণভাবে সেরে যেতে পারে৷
যাঁদের একবার হিট স্ট্রোক হয়ে গেছে তাঁরা চেষ্টা করবেন গরমে রোদের মধ্যে না বেরোনোর৷ আর একটা কথা, বিশেষ করে বয়স্কদের বলব, বাইরে না বেরোলেও এ ধরনের সমস্যা হতে পারে৷ যেখানে উপযুক্ত পরিমাণে আলো-বাতাস প্রবেশ করে না এমন ঘরে ষাটোর্ধ্বদের না থাকাই বুদ্ধিমানের কাজ। তীব্র গরমের সময় এরকম ঘরে থাকলেও হিট স্ট্রোক হবার সম্ভাবনা থাকে৷ তাই গরমকালে একটু বড় ঘরে যেখানে হাওয়া বাতাস চলাচল করে বেশি এরকম ঘরে থাকতে হবে৷ এসি না থাকলেও সমস্যা নেই, সে ক্ষেত্রে চেষ্টা করবেন ঘরের জানলার পর্দাগুলো একটু ভিজিয়ে দিতে৷ এতে গরমকালে ঘরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে।
হিট ক্র্যাম্প
হিট এক্সরশন
হিট সিঙ্কো
তীব্র দহন দিনে গরমজনিত বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচতে এই বিষয়গুলি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে৷
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
যোগাযোগ: ৯৮৩১৬৭১৫২৫