শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভারতেও মাঙ্কিপক্স সংক্রমণের থাবা! উত্তরপ্রদেশের এক নাবালিকার দেহে মাঙ্কি পক্সের মতো একাধিক উপসর্গ থাকায় রক্তের পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। স্বাভাবিকভাবে এতে তথ্য প্রকশ্যে আশায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। খবর, শিশুটির বয়স বছর পাঁচেক। তার শরীরে র্যা শ ও চুলকানির মতো উপসর্গ রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, এমনিতে শিশুটির অন্য কোনও শারীরিক সমস্যা নেই। তবে আগাম সতর্কতার জন্য শিশুটির নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ইতিমধ্যে শিশুটি বিদেশ ভ্রমণে যায়নি। এমনকী, বিদেশ ফেরত কারও সংস্পর্শেও সে আসেনি। তবুও রিপোর্ট না আসা পর্যন্ত দুশ্চিন্তা তো থাকবেই।


Skip to content