রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

পুজোর আগে ধাক্কা! হোয়াট্‌সঅ্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল সংস্থা। ২৪ অক্টোবর, অর্থাৎ বিজয় দশমীর দিন থেকেই ২৫টি অ্যান্ড্রয়েড ফোনে হোয়াট্‌সঅ্যাপ আর কাজ করবে না। সেই তালিকায় স্যামসাং, অ্যাপেল, সোনির তো সংস্থার ফোনও রয়েছে। এমনটাই জানিয়েছে হোয়াট্‌সঅ্যাপ সংস্থা। কেন? সম্প্রতি এ বিষয়ে হোয়াট্‌সঅ্যাপ বিস্তারিত জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ ৪.১ বা তার পুরনো সংস্করণগুলিতে হোয়াট্‌সঅ্যাপ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ৪.১ বা তার পুরনো তাতে আর হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করা যাবে না।
এ বার বিজয় দশমী পড়েছে আগামী ২৪ অক্টোবর। তাই ঠাকুর ভাসানের দিনই যাতে স্মার্টফোনের হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা বন্ধ না হয়ে যায়, সংস্থাটি আগেভাগেই সতর্ক করে দিয়েছে। ফলে আগামী ২৪ অক্টোবরের আগেই শীঘ্রই স্মার্টফোনের সফ্‌টঅয়্যার আপডেট করিয়ে নিতে হবে। আর যদি একান্ত অ্যান্ড্রয়েড ওএস ৪.১ বা তার পুরনো সংস্করণকে আপডেট করা সম্ভব না হয়, তা হলে নতুন ফোন কেনা ছাড়া বিকল্প কোনও উপায় নেই।
আরও পড়ুন:

‘গদর ২’-এর সাফল্য যেন তাঁর কেরিয়ারের ইউ টার্ন নিয়েছে, ‘বর্ডার ২’-এর জন্য কত দর হাঁকাচ্ছেন সানি দেওল!

লিপস্টিক পরলেই ঘেঁটে যায়? পুজোর আগে সমস্যার সমাধান করুন এই তিনটি উপায়ে

পুজোর পর থেকে কোন কোন স্মার্টফোনে আর হোয়াট্‌সঅ্যাপ চালু হবে না? সংস্থাটি অবশ্য তার একটি তালিকাও প্রকাশিত হয়েছে। সেগুলি হল—
গ্র্যান্ড এক্স কোয়াড, নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি, মোটোরেলা জুম, আইফোন ৫, আইফোন ৫সি, আর্কোস ৫৩ প্ল্যাটিনিয়াম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেটিই, সোনি এক্সপেরিয়া, এলজি অপটিমাস, মোটোরোলা ড্রয়েড রেজর, এইচটিসি, সোনি এরিকসন এক্সপেরিয়া, আসুস ই প্যাড ট্রান্সফর্মার, এলজি অপটিমাস ২ এক্স, এইচটিসি ডিজায়ার এইচডি।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-২: পর্তুগালের ‘কালো চিতা’

পরিবেশ চিন্তায় রামায়ণ ও মহাভারত

এদিকে যে সব ফোনগুলিতে হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে, তার আগে থেকেই ব্যবহারকারীদের কাছে সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তিও পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্মার্টফোন আপগ্রেড করার কথা। যাঁদের কাছে অ্যান্ড্রয়েড ওএস ৪.১ বা তার পুরনো সংস্করণের ফোন রয়েছে সেগুলির হয় আপডেট করে নিতে হবে বা বদলে নিনেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, পুরনো মডেলের ফোনে অনলাইন আর্থিক প্রতারণার ঝুঁকি বেশি থাকে। সেই সঙ্গে পুরনো ওএস ব্যবহার করা বিপজ্জনকও। আপনার স্মার্টফোন যদি ৪.১ বা তার পুরনো কোনও সংস্করণের হয় তাহলে ফোনের সেটিংস মেনু দেখে নিন, পরবর্তী ওএস আপডেট পাওয়া যাবে কি না। প্রথমে সেটিংস-এ গিয়ে তার পর ‘অ্যাবাউট ফোন’ থেকে জানা যাবে ‘সফ্‌টঅয়্যার ইনফরমেশন’। পুজোর আগেই এই জরুরি কাজটি না সারলে পড়তে হতে পারে বিপদে।

Skip to content