শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রায়শই হোয়াটসঅ্যাপ সংস্থা নিত্য নতুন ফিচার নিয়ে আসে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সব সময়ই নজর থাকে, গ্রাহকেরা যাতে খুব সহজে নির্ঝঞ্ঝাটে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এ বার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চালু হতে চলেছে ১২টি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর ফলে ব্রডকাস্ট চ্যানেলগুলির গ্রাহকরা আরও ভালো পরিষেবা পাবেন। যদিও এখনই এই সব ফিচারের সুবিধা সবাই পাবেন না।
‘হোয়াটসঅ্যাপবিটাইনফো’-এর রিপোর্ট অনুযায়ী, ব্রডকাস্ট চ্যানেল তৈরির সঙ্গে সঙ্গে গ্রাহকদের সেরা সুবিধা দেওয়ার জন্যে সংস্থা কাজ করে চলেছে। আসল অনুসরণকারীর সংখ্যা, ভেরিফিকেশন স্টেটাস, মিউট নোটিফিকেশন, ফুল-উইদ মেসেজিং ইন্টারফেজ, শর্টকাট চ্যানেলের বিবরণ, বিজ্ঞাপণের নোটিফিকেশন, গোপনীয়তা রক্ষা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি সাজানো থাকবে। পাশাপাশি মেটা-অধিগৃহীত এই সংস্থা ব্রডকাস্ট চ্যানেলগুলিকে আরও সহজ করার চেষ্টা করছে।
আরও পড়ুন:

গরম পড়তেই মুখ ভর্তি ব্রণ? কোন তেলে লুকিয়ে আছে সমাধান?

উত্তম কথাচিত্র, পর্ব-৩৫: যে ছিল আমার ‘ব্রতচারিণী’

সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রাম ‘চ্যানেল’ ফিচার সাফল্যের সঙ্গে করেছে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা চাইলে ‘ব্রডকাস্ট অনলি’ গ্রুপে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করতে পারবেন। তাহলে গ্রাহকরা চ্যানেলের কোনও নতুন আপডেট বা মেসেজ এলে তাঁরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: LOL, ASAP, ATM, etc বা e. g.-এর পুরো কথাগুলো কী জানেন?

মুখ খুললেই বিড়ম্বনা? এই ৩ উপায়ে কমাতে পারেন মুখের দুর্গন্ধ

এ প্রসঙ্গে ‘হোয়াট্‌সঅ্যাপবিটাইনফো’ আর জানিয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপের চ্যানেল সাবস্ক্রাইব করতে সার্চ অপশন থাকবে। সেখানে তাঁরা চ্যানেলের নাম দিয়ে সার্চ করে নিজেকে সাবস্ক্রিপশন করতে হবে। তবে গ্রাহকদের নতুন চ্যানেল সাজেশনে দেখানোর জন্য অ্যালগরিদম প্রযুক্তি থাকবে না। এখন এই ফিচার আইওএস ভার্সনে নিয়ে কাজকর্ম চলছে। তবে অ্যান্ড্রয়েড ভার্সনেও এই সব ফিচার নিয়ে কাজ শুরু হবে। বিটা ভার্সনে আপডেট শুরুর পরে গ্রাহকদের জন্য চালু হবে।

Skip to content