ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
আমাদের অজান্তে মোবাইলে বাসা বাঁধতে পারে জীবাণু। এর ফলে বিভিন্ন রকম শরীর খারাপ দেখা দেয়। তাই নিয়মিত মোবাইলের যত্ন নেওয়া দরকার।
পরিষ্কার করার সহজ উপায়
আপনার মোবাইল ফোনটি প্রথমে বন্ধ করুন। তারপর ঈষদুষ্ণ জলে সাবান দিয়ে নিজের হাতটি ভালো করে ধুয়ে নিন। ফোনের ওপরে থাকা ময়লাগুলিকে নরম কোনও কাপড় দিয়ে মুছুন। তারপর ৭০% অ্যালকোহল রয়েছে এমন তরলে তুলো ভিজিয়ে ফোনটিকে ভালো করে পরিষ্কার করুন। তুলোর বদলে আপনি ফোন মোছার টিস্যুও ব্যবহার করতে পারেন। কিন্তু তরলে ফোনটিকে ডুবিয়ে ফেলবেন না। মাথায় রাখবেন ৭০% কম অ্যালকোহল হলে জীবাণু মরবে না এবং এটাও আপনাকে মাথায় রাখতে হবে কোনওভাবেই যেন অ্যালকোহলের পরিমাণ ১০০% বেশি না হয়। তাতে ফোনের ক্ষতি হতে পারে। পরিষ্কারের সময় খেয়াল রাখবেন কোনও জায়গায় যেন জল না ঢুকে যায়। কোনও টিস্যু পেপার ফোনে ঘষবেন না ও ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।
ফোন যেহেতু আমাদের নিত্যসঙ্গী তাই নিত্যসঙ্গীর ভালো মন্দের খেয়াল রেখে তার সঠিক পরিচর্যার দায়িত্ব আমাদেরই নিতে হবে।
আপনার মোবাইল ফোনটি প্রথমে বন্ধ করুন। তারপর ঈষদুষ্ণ জলে সাবান দিয়ে নিজের হাতটি ভালো করে ধুয়ে নিন। ফোনের ওপরে থাকা ময়লাগুলিকে নরম কোনও কাপড় দিয়ে মুছুন। তারপর ৭০% অ্যালকোহল রয়েছে এমন তরলে তুলো ভিজিয়ে ফোনটিকে ভালো করে পরিষ্কার করুন। তুলোর বদলে আপনি ফোন মোছার টিস্যুও ব্যবহার করতে পারেন। কিন্তু তরলে ফোনটিকে ডুবিয়ে ফেলবেন না। মাথায় রাখবেন ৭০% কম অ্যালকোহল হলে জীবাণু মরবে না এবং এটাও আপনাকে মাথায় রাখতে হবে কোনওভাবেই যেন অ্যালকোহলের পরিমাণ ১০০% বেশি না হয়। তাতে ফোনের ক্ষতি হতে পারে। পরিষ্কারের সময় খেয়াল রাখবেন কোনও জায়গায় যেন জল না ঢুকে যায়। কোনও টিস্যু পেপার ফোনে ঘষবেন না ও ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।
ফোন যেহেতু আমাদের নিত্যসঙ্গী তাই নিত্যসঙ্গীর ভালো মন্দের খেয়াল রেখে তার সঠিক পরিচর্যার দায়িত্ব আমাদেরই নিতে হবে।