শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

খুব পছন্দ করে ফ্রিজ কিনে বাড়ি সাজিয়েছেন, তাই ভালো লাগার জিনিসটি যতদিন ভালো রাখা যায় সেটাই কাম্য। তবে প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিসই কতদিন ভালো থাকবে তা নির্ভর করে আপনার যত্নের ওপর। ছোটখাট ভুলের জন্য ফ্রিজ হারিয়ে ফেলতে পারে তার কার্যক্ষমতা। কীভাবে করবেন ফ্রিজের যত্ন জেনে নিন তার ১০টি উপায়৷



গরম খাবার রাখবেন না
সরাসরি গরম খাবার ফ্রিজে রাখবেন না। এর ফলে ফ্রিজে ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়তে পারে, শক্তি অপচয় হয়। তাই খাবার ঠান্ডা হলে তবেই ফ্রিজের ভেতর রাখা উচিত।

পিছনের দেওয়ালে জিনিসপত্র রাখা যাবে না
ফ্রিজের পিছনের দেওয়ালে কোনও কিছু ঠেসে রাখা উচিত নয় এতে ফ্রিজের শীতলচক্রের ক্ষতি হয় এবং ফ্রিজের শক্তি বেশি অপচয় হয়।

অকারণে দরজা খোলা মানা
ঘুরতে ফিরতে বারবার দরজা খুলবেন না। এতে ফ্রিজের শীতলচক্রের ওপর চাপ পড়ে। ফ্রিজের দরজা যত কম খুলবেন ফ্রিজের চারপাশ ও ফ্রিজের ভেতর ততই ভালো থাকবে। তাই কিছু রাখার জন্য একেবারে গুছিয়ে নিয়ে রাখুন বা বের করুন।

কুলিং কয়েল পরিষ্কার রাখতে হবে
ফ্রিজের পেছন দিকে যে কুলিং কয়েল থাকে সেই কয়েলে প্রচুর ধুলো জমলে ফ্রিজের কার্যশক্তি ধীরে ধীরে কমে যায়। তাই অল্প অল্প ধুলো পড়তে দেখলেই পরিষ্কার করতে থাকুন। তবে কুলিং কয়েল পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন কয়েলের বক্ররেখাগুলোর কোনও ক্ষতি যেন না হয়।

ফ্রিজের তাপমাত্রা নির্দিষ্ট রাখুন
খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা করার জন্য যখন তখন ফ্রিজের তাপমাত্রা কমাবেন না। এতে হঠাৎ করেই ফ্রিজের অনেক বেশি শক্তির খরচ করতে হয়। বারবার এরকম হতে থাকলে ফ্রিজের কম্প্রেসারে চাপ পড়বে। তাই তাপমাত্রা সব সময় নির্দিষ্ট রাখার চেষ্টা করুন।

গ্যাস-ওভেন, ওয়াটার-হিটার থেকে দূরে রাখুন
ফ্রিজকে সব সময়ই অন্য কোনও তাপ উৎপাদনকারী জিনিসের থেকে দূরে রাখতে হবে। কারণ অন্য কোনও রকম তাপের প্রভাবে ফ্রিজের চারপাশের ক্ষতির পাশাপাশি ধীরে ধীরে ফ্রিজের কম্প্রেসারের ওপরও চাপ পড়ে।

দেওয়াল থেকে দূরে রাখতে হবে
বাড়ির দেওয়াল আর ফ্রিজের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। এতে ফ্রিজ কম শক্তি অপচয় করে বেশি ঠান্ডা করতে পারে। এমনকী ফ্রিজ থেকে বেরোনো গরম হাওয়া থেকে ফ্রিজের কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়।

এনার্জি বাল্ব লাগানো উচিত
ফ্রিজে একটি এনার্জি বাল্ব লাগানো দরকার যা ফ্রিজে থাকা বাল্ব থেকে বেশি তাপ উৎপন্ন করবে ফলে ফ্রিজের কর্মক্ষমতা বাড়বে। এক্ষেত্রে এলইডি লাইট ব্যবহার করতে পারেন।

জমে থাকা বরফ অপসারণ
ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হলে ফ্রিজের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত জমে থাকা বরফ অপসারণ করতে হবে।

খোলামেলা জায়গায় ফ্রিজ রাখুন
বন্ধ ঘরে ফ্রিজ না রাখাই ভালো। খোলামেলা জায়গা বা হাওয়া চলাচল করতে পারে এমন জায়গায় ফ্রিজ রাখুন। কারণ খোলা জায়গার হাওয়ার সঙ্গে ফ্রিজের পেছন দিক থেকে বেরোনো গরম হাওয়া মিশে যাবে। আর যদি এর উলটোটি হয় তবে সেই গরম হাওয়া ঠিকমতো মিশতে পারবে না। ফলে ফ্রিজের কার্যশক্তি ধীরে ধীরে কমতে থাকবে যা ফ্রিজ খারাপের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

 


Skip to content