শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অনেক সময়ই অসাবধানতাবশত আমাদের হাত থেকে ফোন জলে পড়ে ডুবে যায়। এরকম অবস্থায় ফোনটি যদি অফ হয়ে যায় তাহলে কখনওই অন করবেন না। আর যদি অন অবস্থাতেই থাকে তাহলে খুব তাড়াতাড়ি অফ করে দিন। ফোনে যদি কভার পরানো থাকে তাহলে তা খুব তাড়াতাড়ি খুলে ফেলুন। ফোনের ব্যাটারি সিম কার এসডি কার্ড এগুলো যথাসম্ভব তাড়াতাড়ি খুলে ফেলুন।
এরপর টিস্যু পেপার বা শুকনো তোয়ালে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মুছে নিন। হেয়ার ড্রায়ার ও ভ্যাকুম ক্লিনার থাকলে ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি জল শুষে নেওয়ার জন্য। তবে খুব সাবধানে হেয়ার ড্রায়ার ও ভ্যাকুম ক্লিনার ব্যবহার করবেন।
এবার কয়েকদিন ব্যাগে ভরে রেখে দিন ফোনটা। বেশ কিছুদিন পর ফোনটা ব্যাগ থেকে বার করে অন করুন। ফোন অন হলে চার্জে বসান। যদি ঠিকমত চার্জ হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি ঠিক আছে। আর যদি না চার্জ হয়ে থাকে তাহলে সেটিকে দ্রুত কোন সার্ভিস সেন্টারে নিয়ে যান।

Skip to content