শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বন্ধুর পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স দেখার দিন শেষ। এ বার থেকে পাসওয়ার্ড ভাগ করলে অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স। ওটিটি সংস্থা নেটফ্লিক্স ইতিমধ্যে কোনও কোনও গ্রাহকের কাছে থেকে টাকা কেটেছে বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ অবশ্য গত মার্চেই তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। সংস্থা সূত্রে খবর, নতুন এই নিয়ম মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই।
তবে নেটফ্লিক্সের এই নতুন নিয়মবিধি সব দেশে এখনও কার্যকর হয়নি। এখন কোস্টা রিকা, চিলি এবং পেরুর গ্রাহকদের জন্য চালু করা হয়েছে এই নিয়ম। সংস্থাটি আপাতত পরীক্ষামূলক ভাবে এই তিন দেশকেই নির্বাচন করেছে।
যদিও নেটফ্লিক্স ভারতে অতিরিক্ত টাকা নিতে শুরু করেনি এই পাসওয়ার্ড ভাগাভাগির নতুন নিয়মের জন্য। পাশাপাশি, সারা বিশ্বে এই নয়া বিধি কার্যকর হবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে এই নয়া বিধি নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ সংস্থাটি জানিয়েছে, নতুন নিয়মে একমাত্র একটি বাড়ি বা ফ্ল্যাটে যাঁরা থাকেন তাঁরাই নিজেদের মধ্যে পাসওয়ার্ড ভাগ করার সুযোগ পাবেন। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কি এবার থেকে বহুতলে থাকা সব বাসিন্দাদের সঙ্গেই কি পাসওয়ার্ড ভাগ করে নেওয়া যাবে?
ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে সংস্থার এই নতুন নিয়ম তীব্র অসন্তোষ দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়মের ফলে লাভের পরিবর্তে ক্ষতির পরিমাণই বাড়বে নেটফ্লিক্সের। বহু গ্রাহকই বাতিল করতে শুরু করেছেন তাঁদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন।

Skip to content