শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই ধরনের চার্জিং পোর্ট তৈরি করতে হবে। স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও ভবিষ্যতে সব স্মার্টফোনের জন্য একই চার্জিং পোর্ট তৈরির বিষয়ে সহমত হয়েছে। বুধবার এ বিষয়ে একাধিক বণিক সংগঠন এবং আইআইটি-র গবেষকদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক এমনটা জানিয়েছে। ওই বৈঠকে মহারাজা অগ্রসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপভোক্তা বিষয়ক সচিব রোহিতকুমার সিং ওই বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি ইউরোপও একই ধরনের পদক্ষেপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, ইউনিয়নের ২৭টি সদস্য দেশের ক্ষেত্রেই একই ধরনের চার্জার ব্যবহার করা হবে। ভারতও দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল। যদিও প্রথমে একটি নয়, দুই ধরনের চার্জার ব্যবহারের কথা ভাবনায় ছিল। স্মার্টফোন এবং কম বাজেটের ফোনের জন্য আলাদা চার্জার ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
স্মার্টওয়াচের মতো ওয়্যারেবল ডিভাইসের ক্ষেত্রেও অভিন্ন চার্জার ব্যবহার করা সম্ভব কি না তা খতিয়ে দেখার জন্য কেন্দ্র টাস্ক ফোর্সের অধীনে একটি সাব-গ্রুপ গঠন করেছে।

আরও পড়ুন:

সময়ের আগেই দ্রুত ফোনের চার্জ, নেটপ্যাক ফুরিয়ে যাচ্ছে? আপনার স্মার্টফোনে এই ধরনের অ্যাপ নেই তো?

কিছুতেই কাটছে না জট, ‘হেরাফেরি ৩’ এ ‘রাজু’-র চরিত্রে অক্ষয়কেই চান ‘শ্যাম’ সুনীল, ঘোর চিন্তায় কার্তিক?

ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বুধবার বলেছেন, কেন্দ্রের তৈরি একটি টাস্ক ফোর্সের বৈঠকে স্টেকহোল্ডাররা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। বৈঠকে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো বৈদ্যুতিন সামগ্রীর জন্য চার্জিং পোর্ট হিসাবে ইউএসবি টাইপ-সি চার্জিংয়ের বিষয়ে স্টেক হোল্ডাররা একমত হয়েছেন। এই চার্জিং পোর্ট শিল্পক্ষেত্রের পাশাপাশি সাধারণ মানুষও একই ভাবে ব্যবহার করতে পারবেন।
সচিব রোহিতকুমার সিং জানান, ”এই সিদ্ধান্তের ফলে ক্রেতাদের ভালোর পাশাপাশি ই-বর্জ্যের সংখ্যাও অনেক কমবে। তাই সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একটি সাধারণ চার্জিং পোর্ট নিয়ে আসা খুব জরুরি ছিল।”
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪০: রবীন্দ্রনাথকে দারোয়ান ভেবে দৌড়ে পালিয়েছিল চোর

মুখ থেকে দুর্গন্ধ বেরোয়? কোন কোন ফল নিয়মিত খেলে সমস্যা মিটবে?

এখন কিছু কিছু স্মার্টফোনে ‘টাইপ সি’ চার্জার ব্যবহার করা হয়। এবার সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর ক্ষেত্রেই একই চার্জার পোর্ট ব্যবহার করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। কারণ, ই-বর্জ্যে ক্রমশ পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। উল্লেখ্য, ২০২১ সালে প্রায় ৫০ লাখ টন ই-দূষণ করেছিল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাই সব স্মার্টফোনের জন্য একই চার্জার হলে পরিবেশে তার কী প্রভাব পড়বে তাও পর্যবেক্ষণ করে দেখা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
কেন্দ্র এও মনে করছে, সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই চার্জার নিয়ম চালু হলে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকেও আর মোবাইল সঙ্গে চার্জার এবং কেবেল দিতে হবে না, ফলে স্বাভাবিক ভাবে ফোনের দামও কিছুটা কমবে।

Skip to content