শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


টানা ২৭ বছর পথ চলা পর এবার আবসরের পালা। আবশেষে অবসর নিচ্ছে মাইক্রোসফ্টের ইন্টারনেট এক্সপ্লোরার। সম্প্রতি মাইক্রোসফ্ট ঘোষণা করে জানিয়ে দিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৫ জুন থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি। এর পথচলা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৯৫’-এর সঙ্গে ব্যবহারকারীদের বাড়তি সুযোগ-সুবিধার জন্য বাজারে আনা হয়েছিল এই ওয়েব ব্রাউজারকে। পরে ২০০৩ সাল নাগাদ এটি খুব জনপ্রিয় হলে বিশ্বের প্রায় ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে শুরু করেন। যদিও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি আরও উন্নতমানের ব্রাউজার বাজারে নিয়ে এলে ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে শুরু করে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর। গুগুল, মজিলার মতো সার্চ ইঞ্জিন ক্রমশ ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তায় দখল নিতে থাকে। ব্রাউজারটি ২০১৬ সাল থেকেই বন্ধ করার পরিকল্পনা ছিল সংস্থাটি। যদিও তখন তা কার্যকর হয়নি। পরে মাইক্রোসফট ৩৬৫ থেকে ২০২১ সালের অগাস্ট থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার সিদ্ধান্ত নিয় সংস্থাটি। সে সময় ইন্টারনেট এক্সপ্লোরার এর পরিবর্ত হিসেবে বাজারে আনা হয়েছিল নতুন ব্রাউজার ‘এজ’। মূলত নতুন ব্রাউজার ‘এজ’-কে এগিয়ে নিয়ে যেতেই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার জন্য তৎপরতা দেখিয়েছিল এই মার্কিন সংস্থা মাইক্রোসফ্ট।

Skip to content