বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বন্ধুদের সঙ্গে আলোচনা হোক বা আড্ডা কিংবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া-নেওয়া— সর্বত্রই হোয়াট্‌সঅ্যাপের জয়জয়কার। পৃথিবীর যেকোনও প্রান্তে বসেই নিমেষে কাজ সেরে নেওয়া যায়। এই মুহূর্তে কাউকে ফাইল, মেসেজ, ভিডিয়ো, ছবি পাঠানোর সবচেয়ে সহজ, সস্তা ও নির্ভরযোগ্য মাধ্যম হল এই হোয়াট্‌সঅ্যাপ।
সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতে এখন হোয়াট্‌সঅ্যাপের গ্রাহক সংখ্যা ৪৮ কোটিরও বেশি। প্রায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোনেই হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করা যায়। মেটা জানিয়েছে, যে সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরনো সংস্করণ ইন্সটল রয়েছে, সেগুলিতে আগামী ৩০ দিনের মধ্যেই হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ৫.০ এই সংস্করণটি ছাড়া অন্য কোনও স্মার্টফোন হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ২৪ অক্টোবরের পর থেকে এই মেটা এই নিয়ম চালু করছে। তবে পরিষেবা যদি চালু রাখতেই হয়, তাহলে স্মার্টফোনটিকে আপডেট করতেই হবে।
আরও পড়ুন:

ঋতু পরিবর্তনের অসুস্থতায় হাতের কাছে কী কী হোমিওপ্যাথি ওষুধ রাখবেন? রইল ডাক্তারবাবুর পরামর্শ

পঞ্চমে মেলোডি, পর্ব-৩০: আ দেখে জারা কিসমে কিতনা হ্যায় দম… এই গানে পঞ্চমের বাজি ছিলেন কিশোর ও আশা

 

আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ জানার উপায় কী?

স্মার্টফোনে ফোনের ‘সেটিংস’ অপশনে প্রথমে ক্লিক করুন।
তার পরে সেখান থেকে ‘অ্যাবাউট ফোন’ বাটনটি বেছে নিন।
শেষে ‘সফ্‌টওয়্যার ইনফো’ বাটনে ক্লিক করুন। তাহলেই জানতে পারবেন আপনার স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন:

পরিযায়ী মন, পর্ব-৭: ভিস্তা ডোমে তিস্তার দেশে

ফ্রিজে রাখা খাবার কত দিন ভালো থাকে? কোন নিয়ম মানলে বজায় থাকবে পুষ্টিগুণ?

 

স্মার্টফোনে কীভাবে হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা চালু রাখবেন?

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৫.০ না থাকলে নতুন সংস্করণের স্মার্টফোন কিনে হবে।
তবে আপনার স্মার্টফোনটিতে যদি সফ্‌টওয়্যার আপডেট করার উপায় থাকে, তা-ও করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা চালু থাকবে।
আর যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৫.০ বা পুরনো অ্যান্ড্রয়েড ফোন হয়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে টেলিগ্রাম বা সিগনালের মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে। টেলিগ্রাম বা সিগনাল অ্যাপের মাধ্যমেও সহজেই তথ্য আদানপ্রদানের কাজ করা যায়।


Skip to content