মেটা থ্রেডস অ্যাপ কী?
থ্রেডস অ্যাপ বানিয়েছে মেটার ইনস্টাগ্রাম টিম। তাই থ্রেডস ব্যবহার করতে হলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এই অ্যাপে লেখা পোস্ট করা যাবে। এছাড়াও সহজেই অন্য ব্যবহারকারীদের সঙ্গে কথাও বলা যাবে। এর অসুবিধা হল এক বারে ৫০০ অক্ষরের বেশি লেখা যায় না। তবে এখানে লেখার পাশাপাশি বিভিন্ন লিঙ্ক, ছবি, ভিডিয়োও শেয়ার করা যাবে।
থ্রেডস অ্যাপ ইনস্টাগ্রাম লিঙ্কের সঙ্গে যুক্ত থাকায় যে কোনও থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতেও দেওয়া যাবে। এমনকি, ইনস্টাগ্রামে যাঁদের ফলো করছেন, তাঁদের পোস্ট থ্রেডসেও দেখতে পাবেন। আবার নতুন বন্ধু বানানোর সুযোগ-সুবিধাও আছে।
কিউআর কোড স্ক্যান করলেই বাজিমাত, চ্যাট ট্রান্সফারে নতুন আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ
রিভিউ: দ্য নাইট ম্যানেজার: দেশীয় সংস্করণে চোখে চোখ রেখে লড়েছেন আদিত্য, অনিল, শাশ্বত ও শোভিতা
কী ভাবে ব্যবহার করবেন?
আপনার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলে তাহলে, তাহলে প্রথমেই সেটি করে নিতে হবে। কারণ, থ্রেডস ব্যবহার করতে হলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এই অ্যাপে সাইন-ইন করার জন্য ইনস্টাগ্রামে লগ-ইন করার তথ্য দরকার হবে। থ্রেড কারা পোস্ট দেখতে পারবেন আবার কারা দেখতে পারবেন না, তা ব্যবহারকারীই নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও প্রোফাইল আনফলো, রিপোর্ট, ব্লক করার অপশন থাকছে। ইনস্টাগ্রামে ব্লক করা প্রোফাইল কিংবা যাঁদের আনফলো করছেন, থ্রেডসেও সেই সব অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।