শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিত্যদিন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতি বারই তারা ব্যবহারকারীদের চমক দেয়। এ বারও তার অন্যথা হল না।
নতুন কী ফিচার নিয়ে তারা হাজির? রিপোর্ট অনুযায়ী, এ বার থেকে তারিখ দিয়েই পুরনো যে কোনও মেসেজকে খুঁজে নেওয়া যাবে সহজে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজ — সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা তারিখ দিয়ে দরকারি মেসেজ সার্চ করে নিতে পারবেন।
আপাতত ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। এখন আইওএস অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ফিচারটি পাওয়া যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ফিচারটি নিয়ে দীর্ঘদিন কাজ করছে। শেষমেশ ফিচারটি চালু হওয়ার পথে। জানা গিয়েছে, শুধু আইফোনে নয়, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও ফিচারটির বিটা ভার্সান চালু হবে।
আরও পড়ুন:

পায়ে লোহার রড ঢুকে জখম ‘কারাগার’-এর নায়িকা তাসনিয়া, গলগল করে রক্ত বেরোচ্ছে পা থেকে

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

 

কীভাবে খুঁজবেন পুরনো মেসেজ?

আপাতত আইওএস বিটা ভার্সানে পুরনো মেসেজ এ ভাবে পাওয়া যাচ্ছে—
প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত হোক বা গ্রুপ — চ্যাট ওপেন করতে হবে।
তার পরে সার্চ অপশনে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।
এ বার যে তারিখের মেসেজ চাই, সেই তারিখটি বেছে নিতে হবে ক্যালেন্ডার থেকে।
এ বার স্ক্রল ব্যাক করুন। দেখবেন আপনার নির্বাচন করা তারিখের মেসেজে পৌঁছে যাবেন।
এ বার যে ব্যক্তিগত হোক বা গ্রুপ যে অ্যাকাউন্ট থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যাবেন।

আরও পড়ুন:

ডিম খেতে ভালোবাসেন? তাহলে এই সব উপায়ে রান্না করুন, মিলবে সবটুকু পুষ্টিগুণ!

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব -২৪: ন্যাশনাল থিয়েটারে মধুকবির ‘মেঘনাদবধ কাব্যে’র গিরিশচন্দ্রের নাট্যরূপ মুগ্ধ করেছিল দর্শকদের

জানা গিয়েছে, এখন কেবল আইওএস বা আইফোন ব্যবহারকারী এই ফিচারটি উপভোগ করার সুযোগ পেলেও শীঘ্রই সব ধরনের প্ল্যাটফর্মে পরিষেবাটি চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলে নতুন আকর্ষণীয় এই ফিচরাটি ব্যবহার করা যাবে।

Skip to content