অত্যধিক গরমের কারণে শুধু বারে বারে হাং হয়ে যাওয়া নয়, স্মার্টফোনের ব্যাটারি অনেক সময় ফেটেও যেতে পারে। তাই নিজে ঠাণ্ডা থাকার পাশাপাশি আপনার স্মার্টফোন এবং ল্যাপটপটিকেও রাখুন ঠাণ্ডা। গ্রীষ্মের দাবদাহে ফোন বা ল্যাপটপকে কোনওভাবেই গরম হতে দেবেন না। শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপ নয়, প্রখর রোদে ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেক প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রীরই। সেইজন্য গ্রীষ্মে এই ধরণের বৈদ্যুতিন সামগ্রীকে নিরাপদে রাখতে হলে আপনাকে এই টিপসগুলি মেনে চলতেই হবে।
তুলনায় ঠান্ডা জায়গায় চার্জে বসান
● যেকোনও গ্যাজেটসই চার্জ করার সময় একটু গরম হয়ে যায়। কিন্তু সেই গ্যাজেটই যদি বাইরে বা খোলা জায়গায় চার্জে বসানো হয়, তাহলে এর তাপমাত্রা আরও বেড়ে যাবে। ফলে বিস্ফোরণের আশঙ্কা থেকেই যায়। সেইজন্য স্মার্টফোন বা ল্যাপটপের মতো যেকোনও গ্যাজেটসকে বাইরে বা খোলা জায়গায় চার্জ দেবেন না। তুলনায় ঠান্ডা জায়গায় চার্জে বসান।
সূর্যের তাপ যেন সরাসরি বৈদ্যুতিন সামগ্রীর ওপর না পড়ে
● সূর্যের তাপ যাতে সরাসরি বৈদ্যুতিন সামগ্রীর ওপর না পরে সেদিকে নজর রাখতে হবে। কারণ, দীর্ঘসময় ধরে সূর্যের তাপ যদি বৈদ্যুতিন সামগ্রীর ওপর পড়ে তাহলে সেগুলি অতিরিক্ত গরম হয়ে যায়। এজন্য বৈদ্যুতিন সামগ্রীগুলি বারে বারে হ্যাং হয়ে যায়। এমনকী, বিস্ফোরণের ঝুঁকিও থাকে। তাই সরাসরি সূর্যের তাপ লাগবে না এমন জায়গায় স্মার্টফোন, ল্যাপটপ রাখা দরকার।
স্মার্টফোন সবসময় পকেটে রাখবেন না
স্মার্টফোন সবসময় পকেটে রাখা উচিত নয়। দীর্ঘক্ষণ পকেটে রাখার জন্যও স্মার্টফোন আরও গরম হয়ে যায়। তাই স্মার্টফোন খোলামেলা জায়গায় রাখাই ভালো। সেক্ষেত্রে আপনি অফিসের ডেস্কে কিংবা বাড়িতে টেবিলে অথবা হাতেও রাখতে পারেন স্মার্টফোন।
বালিশ বা কুশনের নীচে রাখবেন না
● শুধু গরমের সময় নয়, কখনওই বালিশ, কুশন বা কম্বলের নিচে স্মার্টফোন বা ল্যাপটপ রাখা বা চার্জ দেওয়া উচিত নয়। এতে হাওয়া চলাচল বাধাপ্রাপ্ত হয়ে তার ডিভাইসের তাপমাত্রা বাইরে পারে না। ফলে স্মার্টফোন বা যেকোনও গ্যাজেটস অতিরিক্ত গরম হয়ে বিগড়ে যেতে পারে। আবার অতিরিক্ত তাপের জন্য ব্যাটারি ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকে।
গাড়ির ভিতর দীর্ঘক্ষণ স্মার্টফোন বা ল্যাপটপ রাখবেন না
● গ্রীষ্মে চারপাশের আবহাওয়া এমনিতেই গরম থাকে। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে এসি না চললে গাড়ির ভিতরটা যেন আরও গরম হয়ে যায়। বিশেষ করে যদি আপনার গাড়ি বাড়ির বাইরে পার্ক করা থাকে, তাহলে গাড়ি আরও গরম হয়। তাই এইসময় কখনওই গাড়ির ভিতরে দীর্ঘক্ষণ স্মার্টফোন বা ল্যাপটপ রাখবেন না।