আইএসআই চিহ্ন
● পছন্দের গিজার কেনার আগে অবশ্যই ‘আইএসআই’ চিহ্ন দেখে নেবেন। টাকা সাশ্রয়ের জন্য অনামী সংস্থার গিজার না কেনাই বুদ্ধিমানের কাজ।
অটোমেটিক প্রযুক্তি
● এখন প্রায় সব গিজারই ‘অটোমেটিক’ প্রযুক্তির। মানে জল গরম হয়ে গেলে সে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু ‘অটোমেটিক’ প্রযুক্তি নেই এমন গিজারে এই ব্যবস্থা থাকে না। তাই স্নান করতে করতে গিজার বন্ধ করার জন্য বাইরে আসতে হয়। অথবা অন্য কাউকে চেঁচিয়ে বলতে হয় গিজারের সুইচ বন্ধ করে দিতে। কিন্তু স্নান করা অবস্থায় গিজার বন্ধ করলে বিপদের আশঙ্কা থেকেই যায়।