রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শীতকালে গরম জল ছাড়া স্নান করা প্রায় অসম্ভব। অনেকে গ্যাসে জল গরম করেন। কেউ আবার বালতির মধ্যে লোহার রড দিয়ে জল গরম করে নেন। অনেকে অবশ্য ঝক্কি এড়িয়ে সহজে জল গরম করতে স্নানঘরে একটি গিজার লাগান। মুশকিল হল স্নানের সময় গরম জল ফুরিয়ে গেলে ঝামেলা। তখন আবার ওই অবস্থায় স্নানঘর থেকে বেরিয়ে গিজারের সুইচ অন করতে হয়। কিন্তু এর থেকে বিপদের আশঙ্কাও বাড়ে। অনেকে অবশ্য এই ঝালেমা থেকে মুক্তি পেতে ‘অটোমেটিক’ গিজার লাগিয়ে নেন। তবে কোনটি নিরাপদ, তা কেনার আগেই জেনে নিতে হবে?
 

গিজার কেনার সময় মাথা রাখুন

 

কার্বন মোনো-অক্সাইড

গিজার থেকে কার্বন মোনো-অক্সাইড উৎপন্ন হয়। কার্বন মোনো-অক্সাইড কিন্তু প্রাণ কেড়ে নিতে পারে। হিটারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সে কারণে স্নানঘরে হিটার বা গিজারের ব্যবস্থা থাকলে ঠিকঠাক ভেন্টিলেশনের ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। এমনকি, বাড়তি নিরাপত্তার জন্য এগজস্ট ফ্যানও লাগানো যেতে পারে।

আরও পড়ুন:

এই ৭ অ্যাপ এখনই ‘আনইনস্টল’ করুন, না হলে নিঃশব্দে ফোন থেকে তথ্য ও ছবি চুরি হতে পারে

মাথায় খুব খুশকি? চুলও পড়ছে? চুলের স্বাস্থ্যে জাদুর মতো কাজ করে কারি পাতা

 

আইএসআই চিহ্ন

পছন্দের গিজার কেনার আগে অবশ্যই ‘আইএসআই’ চিহ্ন দেখে নেবেন। টাকা সাশ্রয়ের জন্য অনামী সংস্থার গিজার না কেনাই বুদ্ধিমানের কাজ।
 

অটোমেটিক প্রযুক্তি

এখন প্রায় সব গিজারই ‘অটোমেটিক’ প্রযুক্তির। মানে জল গরম হয়ে গেলে সে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু ‘অটোমেটিক’ প্রযুক্তি নেই এমন গিজারে এই ব্যবস্থা থাকে না। তাই স্নান করতে করতে গিজার বন্ধ করার জন্য বাইরে আসতে হয়। অথবা অন্য কাউকে চেঁচিয়ে বলতে হয় গিজারের সুইচ বন্ধ করে দিতে। কিন্তু স্নান করা অবস্থায় গিজার বন্ধ করলে বিপদের আশঙ্কা থেকেই যায়।

আরও পড়ুন:

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩১: সুন্দরবনের ঐতিহ্য গঙ্গাসাগরমেলা ও কপিল মুনির আশ্রম

 

সুইচ বন্ধ করতে ভুলে যাওয়া

অনেকেই গিজারের সুইচ অন করে বন্ধ করতে ভুলে যান। আবার কাউ কেউ দীর্ঘ দিন বন্ধ থাকার পর হঠাৎ করে গিজার ব্যবহার করতে শুরু করেন। এক্ষেত্রে দুটি দিক দিয়েই বিপদ ঘটে যেতে পারে। তাই বিপদ এড়াতে সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৫: ঠাকুরবাড়ির দখিনা বাতাস— জ্ঞানদানন্দিনী দেবী

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৮: শুরু হল কঠিন জীবনচর্যা

 

গিজার ইনস্টল

হিটার বা গিজার ‘ইনস্টল’-এর জন্য ওই সংস্থার কর্মীদের উপর ভরসা করা ছাড়া উপায় থাকে না। তাই বলে কখনওই নিজে হাতে গিজার বা হিটার লাগাতে যাবেন না। কারণ লাগানোর পদ্ধতিতে ভুলে যে কোনও সময়েই বড়সড় বিপদ ঘটে যেতে পারে।


Skip to content