বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

মোবাইল ফোন ব্যবহার করেন অথচ হ্যাকিং-এর কথা শোনেননি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। শুধু বিখ্যাতরা নন, অসংখ্য সাধারণ মানুষও ফোন হ্যাক করার মাধ্যমে তথ্য চুরিতে ভীষণ সমস্যায় পড়েন। কিন্তু বুঝবেন কী ভাবে যে আপনার ফোন হ্যাক হয়েছে? রইল কয়েকটি সহজ উপায়।
 

দ্রুত অতিরিক্ত ডেটা খরচ

মোবাইল তেমন একটা ব্যবহার করেননি, অথচ দ্রুত ডেটা ফুরিয়ে যাচ্ছে? ভালো করে দেখুন, আপনার ফোন হ্যাক হয়ে থাকতে পারে। অনেক সময় এমনও হয়, ফোন ব্যবহারকারীর অজান্তেই একাধিক অ্যাপ চলতে থাকে। এর মাধ্যমে ব্যক্তির তথ্য চুরি যায়।

আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১১: ফুটবলের ব্ল্যাক প্যান্থার: লেভ ইয়াসিন

হঠাৎ পায়ে ঝিঝি ধরেছে? কী ভাবে ছাড়াবেন? রইল ঘরোয়া টোটকা

 

অপ্রয়োজনীয় ফোন

অজানা অচেনা নম্বর থেকে বারবার ফোন বা এসএমএস এলেও সতর্ক হতে হবে। কারণ, এসবও ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। পাশাপাশি যদি দেখেন আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে অন্যের কাছে ফোন বা এসএমএস চলে যাচ্ছে, এটিও আসলে বিপদের সঙ্কেত।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩০: দিনের পরে দিন গড়ে যায় ‘বিধিলিপি’

যোগা-প্রাণায়াম: গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় জেরবার? যোগাসনে মিলবে মুক্তি

 

অচেনা অজানা অ্যাপ

ফোন হ্যাক হওয়ার আর একটি লক্ষণ হতে পারে, আপনার অজান্তেই মোবাইল ফোনে একাধিক অ্যাপ চলে আসে। তাই আচমকা ফোনে কোনও অপরিচত অ্যাপ নজরে এলে তা ফোন হ্যাক হয়ে থাকার চিহ্নও হতে পারে। খেয়াল রাখবেন, মবাইল ফোন হ্যাক হয়ে গিয়ে থাকলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা খুবই দুষ্কর। তাই সেরকম সন্দেহজনক কিছু মনে হলে বুদ্ধিমানের কাজ হল সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া।

আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: রক্তাল্পতায় ভুগছেন? জানুন আয়ুর্বেদ মতে প্রতিকারের উপায়

থাইরয়েডের সমস্যায় ভুগছেন না তো? শরীরে এই ৮টি লক্ষণ দেখা দিলে তা থাইরয়েডের সমস্যা হতে পারে

 

সন্দেহজনক পপ আপ বার্তা বা অ্যালার্ট

আপনার মাবাইল ফোনে কি ক্রমাগত পপ এবং বিজ্ঞাপন আসছে? তাহলে কিন্তু সতর্ক হওয়া দরকার। এই ধরনের অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে হাত পড়লেই মুশকিল। আপনার ফোনে যদি ম্যালওয়ার বা ক্ষতিকর সফ্টওয়ার থাকে তাহলে এই ধরনের অপ্রয়োজনীয় এবং কোনও কোনও ক্ষেত্রে অশ্লীল পপ এবং বিজ্ঞাপন আসতে পারে। এরকম হলে সতর্ক হন।


Skip to content