এই সেই বিশেষ ঘড়ি।
কাতার বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রেফারি। এবার মাঠে খেলা পরিচালনা করার দায়িত্বে থাকা রেফারি তো একেবারে অত্যাধুনিক রেফারি। বিশ্বকাপে মাঠে রেফারির হাতে এমন উচ্চপ্রযুক্তির ঘড়ি থাকছে তাতে শুধু সময় দেখায় না, আরও অনেক নজর কাড়া ফিচার রয়েছে, যা খেলা পরিচালনা করতে সাহায্য করে। ওই বিশেষ ধরনের ঘড়ির দামও আকাশ ছোঁয়া। ভাবছেন কত দাম হতে পারে? ওই ঘড়ির সাহায্যে কী কী কাজ করা সম্ভব? কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
রেফারির হাতে থাকা ওই বিশেষ ধরনের ঘড়িটি তৈরি করেছে সুইটজারল্যান্ডের সংস্থা হাবলট। এরা দীর্ঘদিন ফিফা রেফারিদের জন্য এই ধরনের ঘড়ি তৈরি করে। এবারে এই ঘড়ির ডায়ল আয়তনে ৪৪ মিমি। দেখতে অনেকটা কালো সেরামিক এবং কালো টাইটানিয়ামের মতো। আর স্ট্র্যাপে ডিজাইন করা হয়েছে কাতারের পতাকা।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪২: নিজেকে যিনি আড়ালে রেখেছিলেন
ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে
উচ্চ প্রযুক্তির এই ঘড়িতে একটি বিশেষ ধরনের চিপ ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে মাঠে খেলা চলাকালীন রেফারিরা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সব স্তরের অফিসারদের সঙ্গে প্রয়োজন মতো যোগাযোগ রাখতে পারবেন। সব ধরনের তথ্যের আদানপ্রদান হয় ওই চিপের সাহায্যে। অফসাইড, গোললাইন বা অন্য যে কোনও ম্যাসেজ ভারের রেফারি পাঠালে এই বিশেষ ধরনের ঘড়িটি কেঁপে ওঠবে। সেই সব ম্যাসেজ দেখে প্রয়োজন মতো পদক্ষেপ করেন রেফারি।
আরও পড়ুন:
সাবধান! শীতে ইমার্শন রড ব্যবহার করে জল গরমের সময় এই সব নিয়ম মানছেন তো?
কলকাতায় পারদ ১৫ ডিগ্রির ঘরে! চলতি মরসুমের শীতলতম দিন! তাপমাত্রা আরও কমবে?
ঘড়ির দাম কত?
ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। সুইটজারল্যান্ডের সংস্থা হাবলট এবারের বিশ্বকাপের জন্য মোট ১ হাজার ঘড়ি প্রস্তুত করেছে। ঘড়িটি রেফারির পাশাপাশি কাতারে আসা ভিভিআইপিদেরও উপহার দেওয়া হচ্ছে। বিশেষ ভাবে প্রস্তুত এই ঘড়ি বাইরে কোথাও কিনতে পাওয়া যাবে না।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভার রেফারি রয়েছেন। পাশাপাশি এবার বিশ্বকাপে মোট ছ’জন মহিলা রেফারিও রয়েছেন।
ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। সুইটজারল্যান্ডের সংস্থা হাবলট এবারের বিশ্বকাপের জন্য মোট ১ হাজার ঘড়ি প্রস্তুত করেছে। ঘড়িটি রেফারির পাশাপাশি কাতারে আসা ভিভিআইপিদেরও উপহার দেওয়া হচ্ছে। বিশেষ ভাবে প্রস্তুত এই ঘড়ি বাইরে কোথাও কিনতে পাওয়া যাবে না।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভার রেফারি রয়েছেন। পাশাপাশি এবার বিশ্বকাপে মোট ছ’জন মহিলা রেফারিও রয়েছেন।