ফুটবল বিশ্বকাপের প্রথম দিনেই ধাক্কা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সমস্যা হল ভারতের দর্শকদের। সম্প্রচারে বিঘ্নিত হওয়ায় সমালোচনা মুখে মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের শাখা জিয়ো সিনেমা। শেষমেশ সম্প্রচার নিয়ে জিয়ো সিনেমা দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। সংস্থাটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব তারা সমস্যা মেটানোর চেষ্টা করছে।
রিলায়্যান্সের আর একটি শাখা ভায়াকম ১৮ ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে জিয়ো সিনেমা। তবে শুধু জিয়ো নয়, অন্য মোবাইল পরিষেবা থাকলেও জিয়ো সিনেমা ইনস্টল করে খেলা দেখা যাবে। এর জন্য কোনও টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ। দর্শকরা সমস্যায় পড়েছেন মূলত ডিজিটাল মাধ্যমে খেলা দেখতে গিয়ে।
আরও পড়ুন:
ব্রণ কমাতে সক্ষম গর্ভনিরোধক ওষুধ? কী বলছে গবেষণা
উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]
সমালোচনার মুখে জিয়ো সিনেমা ক্ষমা চেয়ে নিয়েছের। এ প্রসঙ্গে তারা জানিয়েছে, ‘‘আপনাদের ভালো ভাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। অনুগ্রহ করে মোবাইলে জিয়ো সিনেমার সব থেকে উন্নত ভার্সন ইনস্টল করুন। ফুটবল বিশ্বকাপের সম্প্রচারে সমস্যা হওয়ায় আমরা ক্ষমাপ্রার্থী।’’