ছবি: প্রতীকী। সংগৃহীত।
ফ্যাক্টরি রিসেটের সাধারণ পদ্ধতি
রিভিউ: ‘ঘুমর’ আসলে জীবনকে ফিরে পাওয়ার গল্প
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৫: একটাই ডেনজার জুজু যদি ধরে
বিকল্প পদ্ধতিতে ফ্যাক্টরি রিসেট
অমর শিল্পী তুমি, পর্ব-৬: তোমার গানের এই ময়ুরমহলে
হেলদি ডায়েট: ওজন কমানো থেকে ডায়াবেটিস, হার্টের স্বাস্থ্য, সবেরই দেখাভাল করে পেঁপে
উইন্ডোজ ৮ বা ১০
যাঁরা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন এবং সেটিংসে না গিয়ে ফ্যাক্টরি রিসেট করতে চান তাঁরা ইন্সটলেশন মিডিয়াতে গিয়ে কাজটি করতে পারেন। এটি করলে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে ফ্রেশ একটি উইন্ডোজের কপি ইনস্টল হয়ে যায়।
বুট থেকে ফ্যাক্টরি রিসেট
আপনার রোজ কাজের ফলে কিছু প্রয়োজনীয় ডেটা কিছুদিন পরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সেগুলিকে ল্যাপটপের মধ্যে না রেখে ডিলিট করে দেওয়া ভালো। ডিলিট করলে ল্যাপটপের স্পিড বেড়ে যায়। পাশাপাশি আপনার ল্যাপটপে যে র্যা ম আছে তা নিয়মিত আপডেট করা জরুরি।