শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বর্তমান সময়ে ল্যাপটপের উপর নির্ভর করে বিভিন্ন মানুষ নিজের কাজ করছেন। ফলত ল্যাপটপে ভীষণ চাপ পড়ছে। আর সেই চাপের মধ্যে পড়ে ল্যাপটপটি স্লো হয়ে যাচ্ছে বা ঠিকমতো কাজ করছে না। এমন অবস্থায় আমাদের কী করণীয়? ল্যাপটপ স্লো কাজ করলে ল্যাপটপ এক্সপার্টরা অনেক সময় ফ্যাক্টরি রিসেট করার পরামর্শ দেন। অতীতে এই ফ্যাক্টরি রিসেট ব্যাপারটি কঠিন হলেও এখন তা সহজই করা যায়।
 

ফ্যাক্টরি রিসেটের সাধারণ পদ্ধতি

ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেতে হবে সেটিংসে।
সেখানে যাওয়ার পর আপডেট অ্যান্ড সিকিউরিটি ও রিকভারি অপশনে যেতে হবে।
এরপর আপনার স্কিনে পিসি রিসেট করার অপশন ভেসে উঠবে।
সেখানে ক্লিক করার পর আপনার রিসেট প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আরও পড়ুন:

রিভিউ: ‘ঘুমর’ আসলে জীবনকে ফিরে পাওয়ার গল্প

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৫: একটাই ডেনজার জুজু যদি ধরে

 

বিকল্প পদ্ধতিতে ফ্যাক্টরি রিসেট

এই পদ্ধতিটি হল একটি পুরোনো ভার্সন, যার নাম ফ্রেশ স্টার্ট। প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যান সেটিংসে।
যাওয়ার পর আপডেট অ্যান্ড সিকিউরিটি ও রিকভারি অপশনে যান।
সেখান থেকে ‘লার্ন হাউ টু স্টার্ট ফ্রেশ উইথ এ ক্লিন ইনস্টলেশন অব উইন্ডোজ’ লিঙ্কে ক্লিক করুন।
এবার আপনার সামনে খুলল একটি উইন্ডোজ সিকিউরিটি আ্যপ। সেখানে আপনি ‘ফ্রেশ স্টার্ট অপশন’ পাবেন এবং ‘গেট স্টার্টেড’-এ গিয়ে কাজ করতে পারবেন।

আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-৬: তোমার গানের এই ময়ুরমহলে

হেলদি ডায়েট: ওজন কমানো থেকে ডায়াবেটিস, হার্টের স্বাস্থ্য, সবেরই দেখাভাল করে পেঁপে

 

উইন্ডোজ ৮ বা ১০

যাঁরা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন এবং সেটিংসে না গিয়ে ফ্যাক্টরি রিসেট করতে চান তাঁরা ইন্সটলেশন মিডিয়াতে গিয়ে কাজটি করতে পারেন। এটি করলে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে ফ্রেশ একটি উইন্ডোজের কপি ইনস্টল হয়ে যায়।
 

বুট থেকে ফ্যাক্টরি রিসেট

বুট থেকে ফ্যাক্টরি রিসেট করার জন্য অ্যাডভান্সড স্টার্টআপ মেনু রয়েছে।
ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি যান সেটিংসে।
সেখানে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটি ও রিকভারি অপশনটিতে যান।
যাওয়ার পর অ্যাডভান্সড স্টার্টআপ সেকশন-এ গিয়ে ক্লিক করতে হবে রিস্টার্ট অপশনে।
আপনার রোজ কাজের ফলে কিছু প্রয়োজনীয় ডেটা কিছুদিন পরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সেগুলিকে ল্যাপটপের মধ্যে না রেখে ডিলিট করে দেওয়া ভালো। ডিলিট করলে ল্যাপটপের স্পিড বেড়ে যায়। পাশাপাশি আপনার ল্যাপটপে যে র্যা ম আছে তা নিয়মিত আপডেট করা জরুরি।


Skip to content