শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

এখন শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। প্রতিটি গৃহস্থ বাড়িতেই কমবেশি পাখা ঘুরতে শুরু করেছে। কিন্তু পাখা যদি ঠিকমতো হাওয়া না দেয় তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। কারণ, পাখায় ধুলো ময়লা জমে গেলে তা থেকে ঠিকমত হাওয়া পাওয়া যায় না। তখন অগত্যা পাখা পরিষ্কার করা ছাড়া কোনও উপায় থাকে না। এই রকম সমস্যায় যাতে পড়তে না হয়, তার জন্য নিয়মিত পাখা পরিষ্কার করা অত্যন্ত দরকার। এতে ঘর যেমন পরিষ্কার থাকে, তেমনি হাওয়াও দুর্দান্ত পাওয়া যায়। আবার পাখার ধুলো-ময়লা উড়ে এসে বিছানাও নোংরা করে না। কিন্তু ওপরে উঠে পাখা সবসময় পরিষ্কার করা খুবই মুশকিলের। তাই খুব সহজে এই পাখা পরিষ্কার করা যাবে কীভাবে?

বাড়িতে যদি পুরনো বালিশের কভার থাকে, বিশেষ করে সেটা যদি সিন্থেটিক বালিশের কভার হয়, তাহলে পাখার সুইচ বন্ধ করে সেটি ব্লেড-এর লাগিয়ে দিন। এবার কভারটি ধরে ব্লেডের বাইরের দিক থেকে টানুন। এতে পাখার ব্লেড-এ বসে থাকা সব ধরনের ময়লা বালিশের কভারের মধ্যে গিয়ে জমবে। এই উপায়ে আপনি প্রত্যেকটা অন্ততপক্ষে তিন থেকে চার বার করে পরিষ্কার করুন। তবে শুকনো বালিশের কভারের সাহায্যে যদি ঠিকমতো কাজ না হয়, তাহলে কভারটি একটু সাবান জলে ভিজিয়ে নিন। সেই ভেজা বালিশের কভার দিয়ে আগের মতো করে টেনে নিন। দেখবেন পাখা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে।

সাবান জলেও আপনি পাখা পরিষ্কার করতে পারেন। কিন্তু এটা করার আগে আপনি অবশ্যই আপনার বাড়ির বৈদ্যুতিক কানেকশনের লাইন বন্ধ করে দেবেন। প্রথমেই একটা ঝাঁটা দিয়ে পাখার ব্লেডগুলো পরিষ্কার করে নিতে হবে। এতে অনেক ময়েলাই প্রথমে বেরিয়ে যাবে। এবার জলে কিছুটা সাবান মিশিয়ে একটা সুতির কাপড় তার মধ্যে ডুবিয়ে নিন। অল্প করে নিংড়ে কাপড় দিয়ে ভালো করে ব্লেডগুলি মুছে পরিষ্কার করে নিন। দেখবেন পাখা ঝকঝক করবে।

Skip to content