রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


যতদিন যাচ্ছে গরমের দাপট বাড়ছে। ঘরে এসি বা কুলার ছাড়া থাকা দুঃসহ হয়ে উঠছে। সেই কারণে গরমের দিনে একটু স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার কেনার হিড়িক পড়েছে বাজারে। তবে যত গরমই হোক না কেন অনেকেই দামের কথা ভেবে পিছিয়ে আসছেন। যে সংস্থারই হোক না কেন, এখন একটা এক টনের এসির দাম কমবেশি ২৫,০০০ টাকার মতো। যাঁদের বাজেট কম তাঁদের কথা মাথায় রেখে ক্যারিয়ার একটি অত্যাধুনিক এসি এনেছে। সংস্থার এই এসি-কে সস্তার এসিগুলির মধ্যে একটি বলা যেতে পারে। ক্যারিয়ারের এই মডেলটির নাম ‘ক্যারিয়ার ক্যাম্পিয়ো, ১.৫ টন ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট’।

ক্যারিয়ার ক্যাম্পিয়ো এসি-র দাম

ক্যারিয়ার এয়ার কন্ডিশনার ক্যাম্প্রিয়ো ১ ৫ টনের ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট মডেলটির দাম ৯,৩৭৫ টাকা। এর উপর বসবে জিসিএসটি চার্জ। সবমিলিয়ে এটি কিনতে আপনার খরচ হবে ১২০০০ টাকার মতো।

কোথা থেকে কিনবেন?

‘ইন্ডাস্ট্রিবায়িং ডট কম’ থেকে আপনি এই এসি কিনতে পারেন। এছাড়াও আপনি এই এসি রিটেল দোকান থেকেও কিনতে পারেন। তবে তার আগে দেখে নিন আপনার এলাকায় ওই এসি ডেলিভারি হবে কিনা। এরজন্য আপনাকে ‘ইন্ডাস্ট্রিবায়িং ডট কম’-এ গিয়ে আপনার পিন কোডটি দিয়ে দেখে নিতে হবে। তাহলেই বোঝা যাবে, ক্যারিয়ারের এই সস্তার এসি আপনার এলাকায় ডেলিভারি হবে কি না।

কী কী সুবিধা রয়েছে

এই মডেলটিতে ১০০ শতাংশ কুলিং কয়েল, একটি বড় ব্লোয়ার এবং একটি এয়ার ফ্লিটার রয়েছে।
সংস্থার দাবি, এটি বেশ মজবুত এবং ওজনেও হালকা।
আপনি যদি ইন্ডাস্ট্রিবায়িং-এর কাছ থেকে এই এসি কেনেন, তাহলে ক্যারিয়ার আপনাকে ১২ মাসের ওয়ারেন্টি দেবে।
এই এসি ইনস্টলেশন করাও সহজ, তেমন ঝক্কি ঝামেলার কিছু নেই।


Skip to content