শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ই-মেল, ফেসবুক, হোয়াটসআপ, ইন্সটাগ্রাম, স্মার্টফোন, কম্পিউটার, অনলাইন শপিং, অনলাইন ব্যাঙ্কিং, ওটিটি প্ল্যাটফর্ম — সব কিছুতেই পাসওয়ার্ড মাস্ট। অনলাইনের কোনও কাজই পাসওয়ার্ড ছাড়া সম্ভব নয়। কিন্তু এত সংখ্যক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা কি সহজ কথা? লিখে রাখাও তো নিরাপদ নয়, যে কোনও সময় অসাবধানতাবশত তা যেকোনও ফাঁস হয়ে যেতে পারে। এরকম একটি সুরক্ষার প্রশ্নে গুগল বেশ গুরুত্ব দিয়ে ভাবছে।
গুগল সূত্রে জানা গিয়েছে, এ বার পাসওয়ার্ড ছাড়াই গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার ককরা যাবে। এর জন্য গুগল ‘পাসকি’ নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছে। পাসকি অ্যাকটিভ থাকলে পাসওয়ার্ড মনে রাখতে হবে না। সেই সঙ্গে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ব্যবস্থা থাকার জন্য অ্যাকাউন্টের নিরপত্তাও বেশ জরদার হবে।
আরও পড়ুন:

সঠিক ত্বকের যত্নে যেমন রোদ এড়াতে হবে, তেমনি আবার রোদ লাগাতেও হবে

চলে গেলেন ওআরএসের জনক, প্রচারবিমুখ কিংবদন্তি বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ প্রয়াত

 

পাসকি কেম্ন ভাবে কাজ করবে?

পাসওয়ার্ড ছাড়া সাইন-ইন করার কারার একটি অত্যাধুনিক উপায় হল ‘পাসকি’। নতুন এই পদ্ধতিটি তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম এবং এফআইডিও অ্যালায়েন্স। পাসকি ব্যবহার করে বায়োমেট্রিকের মাধ্যমে ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করা যাবে। মোদ্দাকথা আঙুল বা মুখের ছবি দেখেই গুগল অ্যাকাউন্ট খুলে যাবে।
এখন ‘পাসকি’ ডেভেলপাররাই পরীক্ষামূলক ভাবে ব্যবহার করছেন। জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে ‘পাসকি’ ব্যবহার করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই ওয়েবসাইট এবং অ্যাপে প্রবেশ করতে পারবেন।


Skip to content