ছবি: প্রতীকী।
স্মার্টফোনে থাকা বেশ কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বিপজ্জনক অ্যাপের যে তালিকা সামনে এসেছে, সেগুলি ‘স্পিনওকে’ নামক একটি ম্যালওয়ারের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গুগ্ল প্লে স্টোরে থাকা অন্তত ১০০টি অ্যাপ এই বিপজ্জনক অ্যাপের তালিকায় আছে। একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, প্রতিটি অ্যাপ কোটি কোটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ডাউনলোড করেছেন।
মোবাইলে মাঝেমাঝেই ‘গেম’ খেলে টাকা রোজগার করা যায়। এরকম অ্যাপের বিজ্ঞাপন প্রায়ই স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠে। কেউ জেনে-বুঝে, আবার কেউ হয়তো ভুল করেই সেই সব লিঙ্কে ক্লিক করে ফেলেন। ফলে সেই অ্যাপটি আপনি না চাইতেও ডাউনলোড হয়ে যায়। এই ধরনের ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বাইরে চলে যায়। এতে স্মার্টফোন ব্যবহারকারীকে ভবিষ্যতে বড় বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। তাই সময় থাকতে সেই অ্যাপগুলি এখনই চিহ্নিত করে ডিলিট করে ক্ষতি এড়ান।
আরও পড়ুন:
কয়েক লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগ্ল! আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত তো?
‘পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চাই না’, জানিয়ে দিলেন শোলাঙ্কি
ম্যালওয়ার দ্বারা ক্ষতিকারক অ্যাপ কোনগুলি?
ভিফ্লাই
ফিজো নভেল
নয়েজ
ক্যাশইম
ক্যাশজাইন
জাপিয়া
ক্রেজি ড্রপ
বিউগো
টিক