শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

টানা অব্যবহারের ফলে অনেক সময়ই বাইক অচল হয়ে পড়ে। তাই হঠাৎ করে প্রয়োজন হলে বাইক একবারে স্টার্ট নিতে চায় না। তবে কয়েকটি টিপস জানা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব।

আমরা জেনে নেব এই যত্ন নেওয়ার পদ্ধতি
প্রতিদিন একবার করে হলেও বাইকটিকে চালাতে হবে। কারণ, অনেক সময় বাইক না চালানোর ফলে ইঞ্জিনে অনেক সমস্যা দেখা দেয়। তাই দীর্ঘক্ষণের জন্য না হলেও অন্তত কিছু সময়ের জন্য বাইকটি নিয়মিত চালান উচিত।
বাইকের ব্যাটারির তার কেটে গেলে বা চার্জ ফুরিয়ে গেলেও বাইকটি স্টার্ট হতে চায় না। সেক্ষেত্রে আপনি ব্যাটারির বদল করতে হবে বা চার্জ দিয়ে নিন।
বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্পার্ক প্লাগ। স্টার্ট দেওয়ার ক্ষেত্রে এই স্পার্ক প্লাগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কাজেই এটিকে নিয়মিত পরিষ্কার করতে হবে।
যাঁদের বাইকে কিক স্টার্ট দেওয়ার অপশন আছে, তাঁরা বাইকটি স্টার্ট না হলে কিক স্টার্ট দিতে পারেন। এই স্টার্টে বাইকটি দ্রুত স্টার্ট হয়ে যায়।
নির্দিষ্ট সময় অন্তর সার্ভিস করা অত্যন্ত জরুরি। গাড়ির ইঞ্জিন ওয়েল সময় মতো বদলাতে হবে। কারণ বেশি পুরানো হয়ে গেলে এই ইঞ্জিন ওয়েল পাতলা হয়ে যায়। তাই অনেক সময় ইঞ্জিন সমস্যা দেখা যায়।
আপনার সর্বক্ষণের সঙ্গী বাইকটির যত্ন নিন এইভাবে।

Skip to content