'ডাক্তার সক্রেতিস'।
অবিশ্বাস্য হলেও সত্যি। পাড়ায় দু’ পায়ে ফুটবল নাচাতে নাচাতে ক্লাব ফুটবলে অংশ নিতে মাঠে যাচ্ছেন ফুটবলারটি।
ঠিক সেই সময়ে লুকোচুরি খেলতে খেলতে একটি একতলা বাড়ির কার্নিশ থেকে মাটিতে পড়ে গিয়ে ডান পা ভেঙে যায় বালকটির। এই দৃশ্য দেখে ফুটবলার মাঠে যাওয়া ছেড়ে বালকটিকে কোলে তুলে নিয়ে বল পায়ে বাড়ির দিকে রওনা দিলেন। তারপর বাড়িতেই নিজের হাতের কসরতে বালকটির ভাঙা পা ব্যান্ডেজ করে প্লাস্টার জুড়ে দিয়ে ঘরে উপস্থিত বাবা-মাকে উদ্দেশ্য করে বললেন, ‘চোট গুরুতর নয়। ২১ দিন পর প্লাস্টার কেটে দেব। পা ঠিক হয়ে যাবে।’ সেদিন ক্লাব ফুটবলের মাঠে যাওয়া না হলেও পরবর্তীকালে বিশ্বকাপের ফুটবল মাঠে দাপিয়ে বেড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ডাঃ সক্রেতিস।
আরও পড়ুন:
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১: চায়ের দোকান থেকে বিশ্বজয়
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-২: পর্তুগালের ‘কালো চিতা’
মাথা ভর্তি ঝাঁকড়া চুল, ব্যান্ড পরিহিত। এক মুখ দাড়ি-গোঁফ। মাত্র ১৭ বছর বয়সে বোটাফোগোতে তিনি তাঁর ক্লাব ফুটবলের কেরিয়ার শুরু করেন। পাশাপাশি এই প্রখর মেধাবী ছাত্রের মেডিকেল কলেজে পড়াশোনাও চলছে। বোটাফোগোতে থাকতেই স্থানীয় বিপক্ষ ক্লাবের বিরুদ্ধে জীবনের প্রথম গোলটি করেন।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৮: খোকা নয়, খুকি নয়
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩: টক খেওনা ধরবে গলা
দুটি পায়ে ছিল অসম্ভব স্কিল। এই সময়ে ৫৯টি ম্যাচে ৪১টি গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল দলের হয়ে খেলেছিলেন ১৯৮২ এবং ১৯৮৬-এর বিশ্বকাপ।
আরও পড়ুন:
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-২: এই প্রথম বার মনে হল জীবন কঠিন হতে চলেছে, তাই মনে মনে প্রস্তুত হতে শুরু করলাম
স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি
১৯৮২-তে ব্রাজিল দলের ক্যাপ্টেন ছিলেন। পেলে এবং মারাদোনার মাঝখানে তিনি সর্বকালের একজন সেরা ফুটবলার হিসেবে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, সেই দেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ফুটবলার। ব্যর্থ করেছেন ফ্যাসিস্ট অভ্যুত্থান। তারপর সমস্ত দেশের অধিবাসীরা তাঁকে যখন রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাইলেন, তিনি তা প্রত্যাখ্যান করলেন। বললেন, ‘আমার কাজ শুধু জাগানো। ক্ষমতা দখল নয়।’
আরও পড়ুন:
ষাট পেরিয়ে, পর্ব-২৩: শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য/১
ইংলিশ টিংলিশ: মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension
জন্মেছিলেন ১৯৫৪ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রয়াণ ২০১১ সালের ৪ ডিসেম্বর। আজও বিশ্বের ফুটবল ইতিহাসে, দর্শন, মেধা আর লেখাপড়ার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম ‘ডাক্তার সক্রেতিস’।
*বিশ্বসেরাদের প্রথম গোল (Football – Top players first goals): শমীন্দ্র ভৌমিক (Samindra Bhowmick), শিল্পী ও ছড়াকার।