ফুটবলের প্রথম মহাতারকা পেলে।
মা সেরেস্তে আরাসের কোল আলো করে ২৩ অক্টোবর ১৯৪০ এ ব্রাজিলের ত্রেস কোরায়ে মিনাস জেরাইসে জন্মগ্রহণ করেন এদসোঁ আরাঁচ দু নসিমেঁতু। বাবা দন্দিনহো ছিলেন একজন দক্ষ ফুটবলার। বাবা-মায়ের প্রথম সন্তান পেলে। তাঁর ছিলেন দু’ ভাই এক বোন।
অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তাঁর ছেলেবেলা কেটেছে। চায়ের দোকানে কাজ করা দিয়ে জীবন শুরু করেছিলেন। ফুটবল কেনার সামর্থ্য ছিল না বলে মোজার মধ্যে কাগজ কিংবা আঙুর ঢুকিয়ে বল বানিয়ে খেলতেন। সেই অবস্থা থেকে কৈশোরে পা দিয়ে বেশ কয়েকটি অপেশাদার দলে খেলার পর ১৯৫৬ সালে প্রথম পেশাদার ক্লাবে খেলতে শুরু করলেন।
আরও পড়ুন:
সোনার বাংলার চিঠি, পর্ব-৭: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও মিত্র বাহিনীর বাংলাদেশ ত্যাগ
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…
সেই সময়ের একজন অন্যতম ফুটবল কোচ ডি ড্রিতো পেলেকে সাওপাওলোর কাছে বন্দর শহর সান্তোসে নিয়ে যান। পেলেকে দেখিয়ে ডি ড্রিতো সান্তোসের কর্মকর্তাদের বলেন, ‘একদিন এই পনেরো বছরের কিশোরটি বিশ্বসেরা ফুটবলার হবে।’ পেলে তাঁর ক্রীড়া নৈপুণ্যে সান্তোসের কোচ লুলাকে মুগ্ধ করেন। তৎকালীন ব্রাজিলের সমস্ত সংবাদপত্রে পেলেকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। ‘ভবিষ্যতের ফুটবল সম্রাট’ এই নামে সমস্ত ফুটবল প্রেমী মানুষ এবং দর্শক পেলেকে চিন্তে শুরু করেন।
আরও পড়ুন:
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-১: চলার পথে খানিক ভণিতা
স্বাদে-গন্ধে: একঘেয়ে চিকেন কারি আর ভালো লাগছে না? বাড়িতেই রেস্তোরাঁর মতো বানিয়ে ফেলুন মুর্গ মালাই হান্ডি
এর পর এল সেই উজ্জ্বল দিনটি। ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর। মাত্র পনেরো বছর বয়সে কারিন্থিয়াস দে সান্তো আন্দ্রে’র বিপক্ষে ৭-১ ব্যবধানে জয় জীবনের প্রথম এবং দুরন্ত গোলটি করেন। পরের বছরই প্রথম আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে ব্রাজিল হারলেও ব্রাজিলের পক্ষে তাঁর গোলটি ছিল প্রথম আন্তর্জাতিক গোল। তিনি সে বছর বিশ্বের সর্ব কনিষ্ঠ গোলদাতা হিসেবে স্বীকৃত হলেন। খেলোয়াড় জীবনে পেলের সতীর্থ ছিলেন গ্যারিঞ্চা, ভাভা, যিতো প্রমুখ।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১: স্নানের আগে রোজ সর্ষের তেল মাখেন?
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৭: মাছ বাজারের বর্জ্যই এখন মূল্যবান সামগ্রী প্রস্তুতের অন্যতম সেরা উপাদান হতে চলেছে
২৯ ডিসেম্বর ২০২২, বিশ্বের ফুটবল মানচিত্রে নক্ষত্র পতন হল। চলে গেলেন বিশ্বসেরা কিংবদন্তি ফুটবলার পেলে। ৮২ বছর বয়সে। নিজ বাসভূমি ব্রাজিলেই।
*বিশ্বসেরাদের প্রথম গোল (Football – Top players first goals): শমীন্দ্র ভৌমিক (Samindra Bhowmick), শিল্পী ও ছড়াকার।