‘ম্যাজিশিয়ান’ জেব্রা ফিশ।
‘জেব্রা ফিশ’ নামক একটি মাছ আছে। এটি সাধারণত অ্যাকোয়ারিয়াম ফিশ হিসাবেই বেশি পরিচিত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রভৃতি দেশের মাছ হল এটি। এককথায় বললে এটি এশিয়া মহাদেশেরই মাছ।
‘জেব্রা ফিশ’ এখন আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। এই খ্যাতি অর্জন করেছে এমন মাছের সংখ্যা কিন্তু বেশি নেই। মাছটির দৈর্ঘ্য ৫-৬ সেন্টিমিটার বা ২ ইঞ্চির মতো হয়। এটিই এই মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য। এদের শরীরে জেব্রার মতো সাদা-কালো ডোরা কাটা দাগ থাকে বলে এর নাম ‘জেব্রা ফিশ’।
যে সমস্ত বিজ্ঞানীরা এই মাছকে নিয়ে গবেষণা করেছেন তাঁদের বক্তব্য, ‘জেব্রা ফিশ’ আগামীদিনে অনেক সমস্যার সমাধান করবে। সব থেকে অবাক করা তথ্য হল —এই মাছটির সঙ্গে মানুষের জিনের প্রায় ৭০ শতাংশের বেশি মিল রয়েছে! এই মিল থাকার কারণে মনে করা হচ্ছে, এই মাছটি থেকে আমাদের সমস্যা নিরসনে হয়তো কিছুটা হলেও উপকার মিলতে পারে। বিশেষ করে জিনঘটিত বিভিন্ন রোগ নিরাময়ে। যেমন-কোনও শিশু হয়তো জন্মগত সমস্যা নিয়ে জন্মালো, সেই সমস্যার সমাধানে ডাক্তারবাবু কিছুই করতে পারবেন না। কিন্তু এই মাছটি আমাদের সমস্যা সমাধানে হয়তো নতুন দিশা দেখাতে চলেছে।
পর্ব-৩২: দেশে প্রথম গবেষণা সংস্থার কারিগরি সহায়তায় বেড়ে ওঠা সেরা প্রাপ্তি ‘জয়ন্তী রুই’ মাছ
উত্তম কথাচিত্র, পর্ব-১০: কান্না-হাসির দোল দোলানো ‘সাড়ে চুয়াত্তর’ [২০/০২/১৯৫৩]
বাস্তুবিজ্ঞান, পর্ব-১৪: আধুনিক কম্পাসে খুব সহজেই জমির দিক, অঞ্চল ও কোণ নির্ণয় করা যায়
শাশ্বতী রামায়ণী, পর্ব ১২: বশিষ্ঠ-বিশ্বামিত্র বিরোধের ইতিবৃত্ত
এই মাছটির একটি বিশেষ সুবিধা হল, এদের রেটিনাতে যদি কোনও অসুখ করে তাহলে এরা নিজেরাই তা ঠিক করে নেয়। যেহেতু এই মাছের সঙ্গে মানুষের মিল রয়েছে তাই এই জেব্রা ফিশ আমাদের চোখের রোগও সারিয়ে তুলতে পারে। শুধু সারিয়ে তুলতে পারে তাই নয়, পুরোপুরি সুস্থও করে তুলতে পারে। যে সমস্ত মানুষের বয়স বেড়ে গিয়েছে বার্ধক্যজনিত কারণে চোখে কম দেখছেন অর্থাৎ রেটিনার সমস্যা হচ্ছে তাঁদেরকে এই জেব্রা ফিশের জিন ট্রান্সপ্লান্ট করিয়ে ভবিষ্যতে রেটিনা সারিয়ে তোলা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি
সহজে ঘুম আসে না? অনিদ্রায় ভুগছেন? সমস্যার সমাধানে বদলে ফেলুন রাতের পোশাক!
নিয়মিত দই খান? এতে শরীরের ক্ষতি করছেন না তো? জেনে নিন দই খাওয়ার সঠিক পদ্ধতি
ইংলিশ টিংলিশ: জানো কি ‘বাজি ফাটানো’ কিংবা ‘মোমবাতি জ্বালানো’র ইংরেজি কী?
একঝলকে ‘জেব্রা ফিশ’
স্তন্যপায়ী না হয়েও ‘জেব্রা ফিশ’ মানুষের খুব কাছের একটি প্রাণী। বিজ্ঞানীদের গবেষণা বলছে, আগামীদিনে এই মাছ বিভিন্ন রকম জিনঘটিত অসুখ সারাতে নতুন দিশা দেখাবে।
* বাঙালির মৎস্যপুরাণ (Bangalir Matsya Purana – Fish) : ড. প্রতাপ মুখোপাধ্যায় (Pratap Mukhopadhyay) অবসরপ্রাপ্ত প্রধান মৎস্যবিজ্ঞানী, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, ভারত সরকার।