শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বইছে উত্তরে হাওয়া। ক্রমশ বাড়ছে শীতের দাপট। সময় এসে গিয়েছে, আলমারি বা বক্স খাটের অন্দরে রাখা শীতের পোশাকগুলি বের করে ফেলার। কিন্তু এতদিন ধরে যে পোশাকগুলি বদ্ধ জায়গায় ছিল, তা বের করেই সঙ্গে সঙ্গে পরে নেবেন না যেন! আগে তা পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। সব শীতের পোশাক পরিষ্কার করার নিয়ম কিন্তু এক নয়। পরম যত্নে তা ভালো রাখতে হয়। তবেই না শীতের আমেজে উষ্ণতার ছোঁয়া পাওয়া যায়! এর জন্য কয়েকটি উপায় জেনে রাখুন।
উলের তৈরি পোশাক সোয়েটার বা মাফলার দোকানে না দিয়ে বাড়িতে ধোওয়াই ভালো। বিশেষ লিক্যুইড ব্যবহার করতে পারেন, যাতে উলের পোশাক ভালো থাকে। ধোওয়ার পর এমন জিনিস কড়া রোদে শুকোতে দেবেন না। তাতে রং চটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
আরও পড়ুন:

স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক রাসায়নকের ব্যবহার, হতে পারে মারণরোগও, গবেষণায় চাঞ্চল্যকর দাবি

শীতের সাজে নতুনত্ব চাই? এই সব স্টাইলে উল বা সিল্কের রঙিন স্কার্ফ পরে মধ্যমণি হয়ে উঠুন

শীতের এই সময় লেপ, কম্বল ও কাঁথার কদর বেশি। এগুলিরও বিশেষ খেয়াল রাখতে হয়। মোটা কম্বল, লেপ রোদে সপ্তাহে একবার রোদে দিয়ে নেবেন। চাইলে লাঠি দিয়ে পিটিয়ে নিতে পারেন। কাঁথার ক্ষেত্রেও তা করবেন। লেপ, কম্বল ও কাঁথার কভারগুলি সার্ফের জলে চুবিয়ে পরিষ্কার করে নেবেন। সার্ফের জলে চুবিয়ে তা কিছুক্ষণ রেখে দেবেন। তারপর কেচে নেবেন। এতে ময়লা তাড়াতাড়ি পরিষ্কার হয়। তবে, শীতের পোশাক ঘন ঘন ধোবেন না। এতে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

বাইরে দূরে: অযোধ্যা— ইতিহাস ও জনশ্রুতি /২

লেদারের বা অন্য জ্যাকেটের আরেকটি সমস্যা থাকে। জিপের সমস্য। অনেকদিন আলমারি বা দেরাজে থাকার ফলে জিপের চেন জ্যাম হয়ে যায়। মোম বা তেল দিয়ে একটু ঘষে নিন। দেখবেন আবার ঠিক হয়ে গিয়েছে। অনেকেই লেদারের জ্যাকেট পরতে ভালোবাসেন। তার যত্নও সেভাবে নিতে হয়। বছরের সবসময়ই এর খেয়াল রাখতে হয়। এমনিতে ঠান্ডা জায়গায় রাখবেন। মাঝে মধ্যে হালকা রোদে দিয়ে ব্রাশ করে নিতে পারেন।

Skip to content