Skip to content
শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

রূপচর্চার উপযুক্ত সামগ্রীর অন্যতম একটি উপাদান হল ক্রিম। কোনও ক্রিম বেশি ঘন, কোনওটি আবার বেশি পাতলা। অনেকেরই ক্রিম মাখলে ত্বকে নানান সমস্যা দেখা দেয়। তবু যে সব ক্রিমের গন্ধ পছন্দ হয়, তা মেখে দেখার ইচ্ছা আমাদের সকলেরই থাকে।
 

কী ভাবে ক্ষতি করে?

সুগন্ধীযুক্ত লোশন-ক্রিম যতই পছন্দ হোক, তা ত্বকের ক্ষতি করতে পারে বলে মনে করেন ত্বক বিশেষজ্ঞেরদের একাংশ। কারণ, যে কোনও ক্রিম কিংবা ময়েশচারাইজারে আলাদা ভাবে গন্ধ যোগ করা হয়। আর তা প্রভাব ফেলতে পারে ত্বকের উপরে।

আরও পড়ুন:

ডায়েট টিপস: সর্বরোগহর অ্যান্টি-অক্সিডেন্ট

কর্মরত বাবা-মায়ের সন্তানরা নিজেদের সময় কাটাবে কীভাবে? রইল টিপস

সুগন্ধীর মধ্যে অনেক সময় প্রদাহ সৃষ্টি করার উপাদান থাকে। তাই কারও কারও ত্বকে সুগন্ধীর ছোঁয়া লাগলে প্রদাহ হতেই পারে। আর এর জন্য হতে পারে ত্বকের ক্ষতি। বিশেষ করে যাঁদের ত্বকে কোনও ধরনের সমস্যা আছে, তাঁদের সুগন্ধীযুক্ত ক্রিম মাখতে নিষেধ করেন ত্বক বিশেষজ্ঞরা।
 

কেন সুগন্ধী মেশানো হয়?

ত্বকের যত্ন নেওয়ার সামগ্রীতে সুগন্ধী মেশানোর অন্যতম কারণ হল মানুষকে মানুষকে আকৃষ্ট করা। ফলে দোকানে এই সব ক্রিম যাতে সহজেই বিক্রি হয়ে যায় তার জন্যই এমন কাজ করা হয়ে থাকে।