![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/walking.jpg)
ছবি প্রতীকী
দুপুরবেলা জমিয়ে ভাত, ডাল, তরকারি, মাংস খেয়ে উঠলেন। ভাবছেন, এ বার একটু বিশ্রাম নেবেন? অগত্যা বিছানায় শুলেন আর তারপরেই একচোট ভাতঘুম দিয়ে দিলেন। এই আলস্য ভয়ানকভাবে আমাদের শরীরের ক্ষতি করতে পারে। হতে পারে বদহজমের মতো সমস্যাও। চিকিৎসকদের একাংশের মতে, খাওয়াদাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। বরং বেশ কিছুক্ষণ সচল থাকা উচিত। তাই খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
কেন খাওয়ার পর ১০ মিনিট হাঁটা জরুরি?
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/gender-equality23.jpg)
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৭: হয় বলো ভালোবাসি, নয় তো ভালোবাসি না!
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/kolkata-book-fair-3.jpg)
এই বইমেলা জানে আমার প্রথম অনেক কিছু…
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/samayupdates_Fish-1-1.jpg)
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪২: সুন্দরবনের কিছু মূল্যবান মাছ যেগুলো আজ লুপ্তপ্রায়
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/fish-meat.jpg)
মুরগির মাংস না কি মাছ, ওজন কমাতে কার উপর ভরসা রাখবেন?
কী ভাবে হাঁটবেন?
হাঁটতে হবে খাওয়াদাওয়ার পরই। তবে খুব জোরে নয়, স্বাবাভিক ভাবে হাঁটতে হবে। কারণ, এই সময় অতিরিক্ত পরিশ্রম আবার শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। হালকা পায়চারি করলেই ফল মিলবে হাতে নাতে। আর প্রথম বারেই যদি একটানা ১০ মিনিট হাঁটতে না পারেন, হলে ধীরে ধীরে সময়টা বাড়ান। একদম প্রথম দিকে ৫-৬ মিনিট করে হাঁটুতে থাকুন।