বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


বাড়ি সেজে উঠুক সবুজ গাছে। ছবি:সংগৃহীত।

গাছ যে ঘরে শুধু সবুজের স্নিগ্ধতা আনে তা-ই নয়, পাশাপাশি গাছ ঘরের ভেতর অক্সিজেন সরবরাহ করে, ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই বাইরে তো বটেই, ঘরেও বেশি করে গাছ লাগান। বর্ষাকালই আদর্শ সময় হলেও এখন যে কোনও সময়ই গাছ লাগানো যায়। বৃষ্টি হওয়ায় এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ফলে গাছপালার শিকড়ও ডালপালা মেলতে পারে খুব সহজেই।
কেমন গাছ দিয়ে ঘর সাজাবেন?
পাতা মোটা ও ছোট, এমন গাছ ঘরের ভেতর খুব ভালো থাকে। গাছ কেনার আগে ভালো করে জেনে নিন গাছটি ঘরের ভেতর রাখার উপযোগী কি না। মানিপ্ল্যান্ট, ফিলোডেনড্রন, পাম, ড্রেসিনা, পাতাবাহার—এসব গাছ ইনডোরে রাখার উপযোগী।
আরও পড়ুন:

অ্যাটলিকে কেউই ৩০ কোটি দিতে চাইছিলেন না, শাহরুখ এক কথায় জওয়ান-এর জন্য কত কোটির প্রস্তাব দেন?

হঠাৎই জ্বর, মুখে-হাতে ঘা হচ্ছে শিশুদের! কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, জেনে নিন কোন রোগের উপসর্গ এগুলি

বিভিন্ন আকৃতির মাটির টব, গাছের ডাল ও পাতায় মোড়ানো টব, দড়ির টবে লাগাতে পারেন এসব গাছ। এতে পাথর, কলসি ও কৃত্রিম ফুলও ব্যবহার করতে পারেন। ঘরের গাছগুলোকে ভালো রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিন। গাছগুলোকে কখনোই কড়া রোদে রাখবেন না।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬: নাম দিয়ে যায় চেনা

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১৩: অদ্বিতীয় সম্রাট

গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন, গোড়ায় যেন একসঙ্গে বেশি জল না জমে। বিশেষ করে ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে এলে তবেই গাছে জল দিন। রোদে কখনোই গাছে জল দেবেন না। আপনার ঘর যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়, তবে ঘরে জলের গাছ (ড্রেসিনা, মানিপ্ল্যান্ট), পাম ছাড়া অন্য কোনো গাছ না রাখাই ভালো। পোকামাকড়ের উপদ্রব দূর করার জন্য ইনডোর প্ল্যান্টসে মাসে একবার কীটনাশক স্প্রে করুন। গাছে ধুলো জমলে তুলি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

Skip to content