ছবি প্রতীকী
বিস্মিত হলেন? ভাবছেন প্রতিদিন ব্যায়াম করেন। তার পরেও ভয় থাকতে পারে? আসলে এমন কিছু অভ্যাস আছে যেগুলোর ক্ষতি সম্পর্কে চিকিৎসক বা কাছের মানুষ কেউই আপনাকে সতর্ক করেন না। কেন? কারণ, হয়তো তাঁরাও সে সব বিষয়ে ততটা সচেতন নন।
তিনটি অভ্যাস, যা তাড়াতাড়ি বদলাতে হবে
একটানা দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না
দিনের বেশির ভাগ সময়ই আপনার বসেই কাটে? এ হল সব থেকে বড় ক্ষতিকর একটি অভ্যাস। আপনি হয় কাজ করেন, না হলে স্মার্টফোন বা ওটিটি-তে সময় কাটাচ্ছেন। এর ফলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলছে, দিনে দু’ঘণ্টা কম বসে থাকলে আপনার আয়ু বাড়বে ১.৪ বছর করে।
চেনা দেশ অচেনা পথ, পর্ব-১: ছুটি ও ছোটা ছুটি
ষাট পেরিয়ে, পর্ব-১৯: বয়স হয়েছে তাই ওজন কমে যাচ্ছে—এই ধারণা কি আদৌ ঠিক?
সময় মেপে ঘুমোতে হবে
পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে কম ঘুমোলে যেমন বিপদ, তেমনি বেশি ঘুমনোও ভালো নয়। অর্থাৎ সময় মেপে ঘুমোতে হবে। দিনে আট ঘণ্টা ঘুম দরকার। না হলে কিন্তু শরীরের ক্ষতি হবে। কম ঘুম হলে আমাদের ডায়াবিটিস বা হার্টের অসুখ হওয়ার আশঙ্কা থাকে। আবার বেশি ঘুমোলেও বাড়ে হৃদরোগের সম্ভাবনা।
খাই খাই; সন্ধেবেলা খিদে পেলে শুধুই মুড়ি মাখা? স্বাদ বদলে মুড়ি দিয়েই তৈরি করে ফেলুন এই ৩ মুখরোচক নাস্তা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের
বন্ধ করতে হবে রেড মিট খাওয়া
অতিরিক্ত রেড মিট খাওয়া বন্ধ করতে হবে। প্রতি রবিবার করে যদি বাড়িতে পাঁঠার মাংস আনার রেওয়াজ থাকে, তাহলে তা এখন বন্ধ করুন। যত বার রেড মিট খাবেন মৃত্যুর আশঙ্কা ১৩ শতাংশ হারে বেড়ে যায়, হালের গবেষণা এমনই বলছে।