রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী।

এখন শীত প্রায় নেই বললেই চলে। সূর্যের কড়া রোদ কিছুটা হলেও এখনই অনুভব করা যাচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময় আমাদের প্রত্যেকেরই উচিত শরীরের দিকে একটু নজর দেওয়া। বিশেষ করে ত্বক ও চুলের প্রতি। আমরা অনেকেই বাজার চলতি অনেক উপাদান এর ওপরে ভরসা করে থাকি। তবে প্রাকৃতিক বা ভেষজ উপায়ে যদি ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়, তবে সেটি সবচেয়ে উপকারী।

বহুকাল ধরেই চর্ম রোগের চিকিৎসায় ডাক্তারবাবুরা ভিটামিন-ই কে ব্যবহার করে আসছেন। তাছাড়া দূষিত পদার্থের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখে ভিটামিন-ই। ত্বকের প্রতিটি কোষে প্রয়োজনীয় এবং পুষ্টিকর উপাদানের যথাযথ যোগান দেয় এই ভিটামিন। এছাড়াও শরীরে বার্ধক্যের প্রভাব কমাতে ও হাড়ের যত্ন নিতে এটি সমান উপকারী। পাশাপাশি চুল ও ত্বকেরও উপকার করে থাকে এই ভিটামিনটি।

চুল ভালো রাখতে ভিটামিন-ই খুবই উপকারী। আমাদের মাথার ত্বকে রক্ত চলাচল বজায় রাখে এই ভিটামিন। তাছাড়া চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও এর জুড়ি মেলা ভার।

ভিটামিন-ই তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাছাড়া ভিটামিন-ই ক্ষতিকারক সূর্য রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। অনেক সময় নিস্তেজ বা ক্ষতিগ্রস্ত ত্বকের যথাযথ পুষ্টির জন্য খুব ভালো কাজ করে এই ভিটামিন-ই। অনেকরই হয়তো জানা নেই এই ভিটামিন-ই বয়সের ছাপ ফেলতে দেয় না বলে বিশেষজ্ঞের মত।

Skip to content